Rekha: সেলফি তোলার জন্য জোরাজুরি, ভক্তকে সপাটে চড় কষালেন রেখা…

Rekha: সেলফি তোলার জন্য জোরাজুরি, ভক্তকে সপাটে চড় কষালেন রেখা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্যান থেকে পাপারাৎজিদের উপর প্রায়ই বিরক্ত হতে দেখা যায় জয়া বচ্চনকে। অন্যদিকে রেখাকে(Rekha) সবসময়েই দেখা যায় হাসি মুখে। এবার সেই রেখাই নাকি অনুরাগীর গালে বসালেন চড়। রেখার বয়স ৭০ ছুঁইছুঁই। তবে তিনি তো বরাবরই ‘চিরসবুজ’। এই বয়সেও তাঁর রূপে মুগ্ধ অনুরাগীরা। এখনও একঝলক দেখতে পেলে তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। এবার সেলফি তোলার চক্করে এক ভক্তের কান্ড দেখে রেখা এক চাটি মারলেন তাঁকে।

ডিজাইনার মণীশ মালহোত্রার(Manish Malhotra) এক অনুষ্ঠানে হাজির হন রেখা। বরাবরের মতোই এই অনুষ্ঠানে এথনিক সাজে সেজেছিলেন রেখা। তাঁকে দেখেই তার ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকরা।পাপারাৎজিদের আবেদন মিটিয়ে ছবি তোলার পর রেখার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। তাঁর বায়নাক্কা শুনে সেখানেই তাঁকে চড় কষালেন রেখা!

কী এমন ঘটল যে এই কান্ড করলেন রেখা? ভিডিয়োতে দেখা যায়,  রেখার সঙ্গে একটি সেলফি তুলবেন, এই আবেদন ছিল তাঁর ভক্তের। অভিনেত্রীর কাছাকাছি এসে ছবিও তোলেন আর তারপরেই তাঁর গালে একটি চাটি মারলেন রেখা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা। ভিডিয়ো থেকে স্পষ্ট, মজার ছলেই ওই কাজ করেছিলেন অভিনেত্রী।ভিডিয়োতে অনেকে কমেন্টে লিখেছেন, ‘গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর স্নানই করবেন না!’

কয়েক মাস আগে ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন রেখা। তাঁর ম্যানেজার ফারজানার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে আছেন অভিনেত্রী, এই খবরেই সরগরম ছিল নেটপাড়া। নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।

(Feed Source: zeenews.com)