আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে রাত ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হবে নতুন মেগা সিরিয়াল ‘মিলি’। অনুভব-খেয়ালী অভিনীত এই মেগার টেলিকাস্টের দিনক্ষণ সামনে আসার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছিল মিতুল-ইন্দ্রর ভক্তদের। সেইসময় হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এক্সক্লুসিভলি জানানো হয়েছিল মোটেই বন্ধ হচ্ছে না ‘খেলনা বাড়ি’। স্লট বদল হবে আরাত্রিকা দে অভিনীত এই মেগা সিরিয়ালের। সেই হিসাব মিলিয়ে রবিবার এই মেগার নতুন সম্প্রচার সময় জানিয়ে দিল চ্যানেল, সঙ্গে রইল ধামাকাদার প্রোমো।
মৃত্যুশয্যায় গুগলি! কে গুগলির এত বড় সর্বনাশ সেই প্রশ্নের উত্তর খুঁজবে মিতুল মা। ‘খেলনা বাড়ি’র এক ঘন্টার মহাপর্বের এমন টানটান প্রোমো দিয়ে চ্যানেল জানানো ২৫শে সেপ্টেম্বর থেকে রাত ১০টায় সম্প্রচারিত হবে ‘খেলনা বাড়ি’। অর্থাৎ ওইদিন থেকে ‘মুকুট’-এর জায়গা নিতে চলেছে ‘খেলনা বাড়ি’! জল্পনা মিলিয়ে মিলি-র আগমনে খেলনা বাড়ি নয়, শেষ হচ্ছে মুকুট।
‘মাধবীলতা’র পর শ্রাবণী ভুঁইয়ার মুকুটও মাত্র ৬ মাসেই বিদায় জানাচ্ছে টেলিপর্দাকে। শুরু থেকেই টিআরপি তালিকায় দাগ কাটতে পারেনি এই মেগা, রাত সাড়ে ৯টার স্লটে ‘অনুরাগের ছোঁয়া’র কাছে এক্কেবারে এঁটে উঠতে না পারায় শুরুতেই স্লট বদলের মুখে পড়ে মুকুট। তারপরেও জলসার হরগৌরী পাইস হোটেল-এর আধিপত্য অটুট থেকেছে রাত ১০টার স্লটে। টিআরপি তালিকায় লাগাতার তলানিতে থাকার জেরেই এবার আর স্লট বদল নয়, পাকাপাকি ভাবে শেষ হবে মুকুটের সফর, খবর টেলিপাড়া সূত্রের।
মুকুট বন্ধের জল্পনা এর আগে অনেকবার শোনা গিয়েছে,প্রত্যেকবারই মেয়াদ বেড়েছে এই সিরিয়াল। সেই নিয়ে টেলিপাড়ায় নানান গুঞ্জন। কিন্তু জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘জগদ্ধাত্রী’ আর ‘মুকুট’ একই প্রোডাকশন হাউস (ব্লুজ)-এর, তাই নাকি দর কষাকষি করে ‘মুকুট’কে এতদিন ধরে রেখেছিল চ্যানেল। চলতি সপ্তাহেই টিআরপি তালিকায় জগদ্ধাত্রী এক নম্বর থেকে ছিটকে চার নম্বরে চলে গিয়েছে, তাতেই চিন্তা বাড়ছে ‘জগদ্ধাত্রী’ ভক্তদের।
ওদিকে মাত্র দু-মাসে দ্বিতীয়বার স্লট বদল নিয়ে খেলনা বাড়ির মিতুল ওরফে আরাত্রিকা দে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘৯টার স্লটে নতুন সিরিয়াল আসছে শুনে শুরুতে আমরা সবাই একটু অবাক তো হয়েছিলাম। আসলে আমাদের খেলনা বাড়ির জার্নিটা খুব অদ্ভূত। শুরুটা আমরা ধীরে ধীরে করেছিলাম। এরপর টিআরপি তালিকায় লম্বা সময় আমরা দ্বিতীয় বা তৃতীয় স্থানে থেকেছি। মাঝে যখন টিআরপি একটু পড়ে গিয়েছিল, ৬.৩০-র স্লট হারিয়েছিলাম তখন স্লট বদলে রাত ৯ টায় চলে আসে খেলনা বাড়ি। এখানে প্রথম প্রথম ৯ টার স্লটটা ধরতে সময় লেগেছে। কিন্তু এখন আমরা স্লট লিডার। হ্যাঁ, চ্যালেঞ্জ তো সবসময়ই রয়েছে। আমাদের জার্নিটা মসৃণ ছিল না। তবে আমাদের সিরিয়ালের একটা পার্মানেন্ট দর্শক রয়েছে, যাঁরা সব সময় আমাদের সঙ্গে থেকেছেন’।
(Feed Source: hindustantimes.com)