জল্পনাই সত্যি! খেলনা বাড়ি নয় মিলির জন্য মাত্র ৬ মাসেই বন্ধ হচ্ছে এই মেগা
আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে রাত ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হবে নতুন মেগা সিরিয়াল ‘মিলি’। অনুভব-খেয়ালী অভিনীত এই মেগার টেলিকাস্টের দিনক্ষণ সামনে আসার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছিল মিতুল-ইন্দ্রর ভক্তদের। সেইসময় হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এক্সক্লুসিভলি জানানো হয়েছিল মোটেই বন্ধ হচ্ছে না ‘খেলনা বাড়ি’। স্লট বদল হবে আরাত্রিকা দে অভিনীত এই মেগা সিরিয়ালের। সেই হিসাব মিলিয়ে রবিবার এই মেগার নতুন সম্প্রচার সময় জানিয়ে দিল চ্যানেল, সঙ্গে রইল ধামাকাদার প্রোমো। মৃত্যুশয্যায় গুগলি! কে গুগলির এত বড় সর্বনাশ সেই প্রশ্নের উত্তর খুঁজবে…