TRP: বন্ধ হওয়ার খবর,এদিকে জি বাংলার এই মেগাই টপার! ফুলকি, গীতা, কথা-রা কত নম্বরে
এবার দিওয়ালির কারণে বৃহস্পতিবার সামনে আসেনি টিআরপি। তা প্রকাশ্যে এল সোমবার ৪ নভেম্বর। আর পাওয়া গেল, সবচেয়ে বড় চমক। যে মেগার স্লট নিয়ে টানাটানি, সেটাই এবারের বেঙ্গল টপার। মানে নিম ফুলের মধু। দিন পাঁচ আগেই জি বাংলা পরিণীতা-র স্লট ঘোষণা করে। সেখানে দেখা যায় রাত ৮টায় আসছে এই মেগা। অর্থাৎ তা জায়গা নিচ্ছে নিম ফুলের মধু। কারণ হিসেবে শোনা যেতে থাকে, জি বাংলার হোম প্রোডাকশনে তৈরি এই ধারাবাহিক নাকি চালিয়ে নেওয়া যাচ্ছে না গল্পের অভাবে! কিন্তু গল্পের অভাব থাকলে…