কলকাতা: শুরু হচ্ছে নতুন ধারাবাহিক, আর তার জেরেই কি শেষ হচ্ছে ধারাবাহিক ‘পঞ্চমী’? সোশ্যাল মিডিয়ায়, নায়িকার পোস্টে বাড়ল জল্পনা। এই ধারাবাহিকের নায়িকা সুস্মিতা দে (Sushmita Dey) আর এই ধারাবাহিকেরই খলনায়িকা শিঞ্জিনি চক্রবর্তী (Shinjini Chakraborty)-র বন্ধুত্বের কথা বেশ চর্চিত। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ফাঁকে বিভিন্ন মজার মুহূর্ত শেয়ার করে নেন তাঁরা। নিজেদের বন্ধুত্ব নিয়ে বেশ খোলামেলা এই দুই অভিনেত্রী। তবে আজ পর্দার ‘পঞ্চমী’-র পোস্টে কেন মনখারাপের ছোঁয়া?
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সেখানে, ধারাবাহিকের সাজেই রয়েছেন তিনি ও শিঞ্জিনি। দুজনেই শেয়ার করে নিয়েছেন হাসি, মজা ও নাচের পোস্ট। ক্যাপশানে সুস্মিতা লিখেছেন, ‘আমি এগুলোকেই সবচেয়ে বেশি মিস করব।’ উত্তরে শিঞ্জিনি লিখেছেন, ‘কাঁদব কি?’ দুই নায়িকার এই কথোপকথন দেখেই দুয়ে দুয়ে চার করেছেন অনুরাগীরা। দুই বন্ধুকে আর একসঙ্গে দেখা যাবে না মানেই কি শেষ হচ্ছে ধারাবাহিক? সেকথা অবশ্য খোলসা করেননি কেউই।
প্রসঙ্গত, কয়েকমাস আগেই এই ধারাবাহিক থেকে সরে গিয়েছেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। তবে এবিপি লাইভকে (ABP Live) তিনি জানিয়েছিলেন, নিজের ইচ্ছায় সরে যাননি তিনি। গল্প অনুযায়ী শেষ হয়েছিল তার অধ্যায়, আর তাই ধারাবাহিকে আর দেখা যাবে না তাঁকে। তবে গল্প শেষ হওয়ার কোনও ইঙ্গিত ছিল না সেখানে। অন্যদিকে ধারাবাহিকের গল্পও মোড় নিয়েছিল অন্যদিকে। নতুন সাজে গল্পে দেখা যাচ্ছে সুস্মিতা ও শিঞ্জিনিকে। কিন্তু নতুন ধারাবাহিকের আগমনেই কি তড়িঘড়ি শেষ করে দিতে হবে এই ধারাবাহিক নাকি এর পিছনে রয়েছে টিআরপি-র অঙ্কও?
ফের ছোটপর্দায় ওম সাহানি (Om Sahani)। যীশু সেনগুপ্ত (Jissu Sengupta) ও নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta)-র প্রযোজনায় স্টার জলসার (Star Jalsa)-র পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘ Love বিয়ে আজ কাল।’ এই ধারাবাহিকে ওমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মৌমিতা সরকারকে। ছোটপর্দায় এই প্রথম জুটি বাঁধছেন এই দুই অভিনেতা অভিনেত্রী। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে পাওয়া যাচ্ছে চরিত্রদের আঁচ। ওমকে এখানে দেখা যাবে, একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে। ধারাবাহিকে তাঁর নাম ওম প্রকাশ ঘোষ। অন্যদিকে মৌমিতাকে দেখা যাবে বারের নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্রাবণ। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম। কিন্তু সেই টাকা প্রত্যাখ্যান করে চলে যায় শ্রাবণ। কীভাবে তাঁদের মধ্যে রসায়ন জমবে, সেই গল্প নিয়েই ধারাবাহিক এগিয়ে যাবে।
(Feed Source: abplive.com)