সুস্মিতার পোস্টে মনখারাপের ছোঁয়া, নতুন ধারাবাহিকের আগমনে শেষ হচ্ছে ‘পঞ্চমী’?
কলকাতা: শুরু হচ্ছে নতুন ধারাবাহিক, আর তার জেরেই কি শেষ হচ্ছে ধারাবাহিক ‘পঞ্চমী’? সোশ্যাল মিডিয়ায়, নায়িকার পোস্টে বাড়ল জল্পনা। এই ধারাবাহিকের নায়িকা সুস্মিতা দে (Sushmita Dey) আর এই ধারাবাহিকেরই খলনায়িকা শিঞ্জিনি চক্রবর্তী (Shinjini Chakraborty)-র বন্ধুত্বের কথা বেশ চর্চিত। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ফাঁকে বিভিন্ন মজার মুহূর্ত শেয়ার করে নেন তাঁরা। নিজেদের বন্ধুত্ব নিয়ে বেশ খোলামেলা এই দুই অভিনেত্রী। তবে আজ পর্দার ‘পঞ্চমী’-র পোস্টে কেন মনখারাপের ছোঁয়া? আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সেখানে, ধারাবাহিকের সাজেই রয়েছেন তিনি…