TRP: বন্ধ হওয়ার খবর,এদিকে জি বাংলার এই মেগাই টপার! ফুলকি, গীতা, কথা-রা কত নম্বরে

TRP: বন্ধ হওয়ার খবর,এদিকে জি বাংলার এই মেগাই টপার! ফুলকি, গীতা, কথা-রা কত নম্বরে

এবার দিওয়ালির কারণে বৃহস্পতিবার সামনে আসেনি টিআরপি। তা প্রকাশ্যে এল সোমবার ৪ নভেম্বর। আর পাওয়া গেল, সবচেয়ে বড় চমক। যে মেগার স্লট নিয়ে টানাটানি, সেটাই এবারের বেঙ্গল টপার। মানে নিম ফুলের মধু। দিন পাঁচ আগেই জি বাংলা পরিণীতা-র স্লট ঘোষণা করে। সেখানে দেখা যায় রাত ৮টায় আসছে এই মেগা। অর্থাৎ তা জায়গা নিচ্ছে নিম ফুলের মধু। কারণ হিসেবে শোনা যেতে থাকে, জি বাংলার হোম প্রোডাকশনে তৈরি এই ধারাবাহিক নাকি চালিয়ে নেওয়া যাচ্ছে না গল্পের অভাবে! কিন্তু গল্পের অভাব থাকলে কি এত ভালো ফল করা সম্ভব! টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই উঠল প্রশ্ন! ৭.৭ রেটিং পেয়ে টপ করল নিম ফুলের মধু। সঙ্গে রয়েছে জি বাংলারই আরও একটি ধারাবাহিক ফুলকি। এখন দেখার এই টিআরপি-র ফল সামনে আসার পর কী বদল আসে নিম ফুলের মধু-র ভাগ্যে। আপাতত খুব লেখালিখি চলছে এই নিয়ে সোশ্যালে।

এই প্রসঙ্গে উল্লেখ্য প্রথমে কথা হয়েছিল জগদ্ধাত্রী বন্ধ বা সময় পরিবর্তন  হবে। ৭টার স্লটে পরিণীতা প্রোমোও দিয়ে দেয় জি। কিন্তু পরক্ষণেই তা মুছে ফেলে। সেই জগদ্ধাত্রীই তুলেছে ৬.৯ রেটিং। রয়েছে তৃতীয় স্থানে। এটা জি বাংলার সবচেয়ে পুরনো মেগা বর্তমানে।

দ্বিতীয় স্থানে স্টার জলসার দুটো ধারাবাহিক দখল রেখেছে। যৌথভাবে ৭.১ রেটিং পেয়ে ২ নম্বরে গীতা এলএলবি আর কথা।

দেখুন টিআরপি-তে সেরা দশের তালিকা

প্রথম: ফুলকি/ নিম ফুলের মধু (৭.৭)

দ্বিতীয়: গীতা LLB/ কথা (৭.১)

তৃতীয়: জগদ্ধাত্রী/ কোন গোপনে মন ভেসেছে (৬.৯)

চতুর্থ: শুভ বিবাহ (৬.১)

পঞ্চম: উড়ান/ রোশনাই (৫.৯)

ষষ্ঠ: আনন্দী/ তেঁতুলপাতা/ অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.৭)

সপ্তম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ/ রাঙ্গামতি তীরন্দাজ (৫.৬)

অষ্টম: পুবের ময়না/ মিঠিঝোরা (৪.৫)

নবম: দুই শালিক (৪.০)

দশম: মালাবদল (৩.২)

এবার প্রথম পাঁচে ৯টি ধারাবাহিক। চতুর্থ পজিশন ছাড়া সব স্থানই যৌথভাবে দখলে রেখেছে ধারাবাহিকগুলি। লিপ নেওয়ার পর থেকে, অর্থাৎ গল্প এগিয়ে নতুন চরিত্র নিয়ে আসার পর থেকে ভালো নম্বর টানছে অনুরাগের ছোঁয়া। এবারে হরগৌরী পাইস হোটেলের প্রথম ১৫ মিনিটের সঙ্গে যৌথভাবে নম্বর পেয়েছে ৫.৭।

বর্তমানে জি বাংলায় দুটো মেগাকে দেওয়া হয়েছে ৪৫ মিনিটের স্লট। তারমধ্যে মিঠিঝোরা বেশ কাবু! ৪.৫ রেটিং পেয়ে স্লট হারিয়ে বর্তমানে তা অষ্টম স্থানে। আরেকটি যে মেগা ৪৫ মিনিট চলছে তা হল মালাবদল। সেটি অবশ্য ধরে রেখেছে স্লট। হরগৌরি পাইস হোটেল+ চিনি মিলিয়ে পেয়েছে ৩.১। আর মালাবদল পেয়েছে ৩.২।

(Feed Source: hindustantimes.com)