Mohun Bagan: ইরানে খেলতে যাননি শুভাশিসরা, কী নিদান দিল AFC? চলে এল বিরাট আপডেট…

Mohun Bagan: ইরানে খেলতে যাননি শুভাশিসরা, কী নিদান দিল AFC? চলে এল বিরাট আপডেট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবুজ-মেরুণ শিবিরে খানিক হলেও শান্তির আবহাওয়া। ইজরায়েলে এয়ার স্ট্রাইকের ভয়ে ইরানে খেলতে যাননি মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। ফুটবলারদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ইরানে গত ২ অক্টোবর ইরানের তাবরিজে এএফসি চ্যাম্পিয়ান লিগ টু-এর ম্যাচ খেলতে যায়নি। যদিও প্রাথমিক শাস্তি হিসাবে তার পরই প্রতিযোগিতা থেকে মোহনবাগানকে বাতিল করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। তবে এ জন্য কোনও প্রকার আর্থিক জরিমানা করা হচ্ছে না।

যুদ্ধ পরিস্থিতি থাকার কারণেই মোহনবাগান সুপার জায়ান্টস ইরানে খেলতে যেতে পারেনি। এ ক্ষেত্রে তাদের উপর কোনও আর্থিক জরিমানা প্রযোজ্য হবে না। এমনকী, অন্য কোনওরকম শাস্তিও দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে এএফসি। তবে এই মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর বাকি ম্যাচগুলি খেলার অনুমতি দেওয়া হয়নি সবুজ-মেরুণ বাহিনীকে। নিয়ম অনুযায়ী, মোহনবাগানকে আর্থিক জরিমানা করতে পারত এএফসি। তবে ইরানের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বিষয়টি বিবেচনা করার আবেদন করেছিলেন মোহনবাগান কর্তৃপক্ষ।

সবুজ-মেরুন শিবিরের সেই আর্জি মকুব করেছেন এএফসি কর্তৃপক্ষ। জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল না। প্রতিযোগিতার নিয়মাবলির ৫.৭ ধারা অনুযায়ী আর্থিক জরিমানা প্রযোজ্য নয়। এছাড়াও অন্য কোনও রকমের শাস্তিও দেওয়া যাবে না। তবে ম্যাচের বাকি ম্যাচগুলি খেলতে পারবে না মোহনবাগান। ৫.৬ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এছাড়াও এএফসি কর্তৃপক্ষ জানিয়েছিলেন, প্রতিযোগিতার নিয়মাবলির ৫.২ ধারা অনুযায়ী তাঁরা ধরে নিয়েছেন, মোহনবাগান নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। প্রথম ম্যাচে মোহনবাগানের পাওয়া ১ পয়েন্টও কেটে নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে মোহনবাগান পাল্টা জানায়, সবুজ-মেরুনের ৩৫ জন ফুটবলারও এএফসিকে জানিয়েছিলেন, তাঁরা ইরানে খেলতে যেতে রাজি নন।

গত অক্টোবারের শুরুতেই তাবরিজে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। ঠিক সেই সময়ই উত্তপ্ত হয়ে উঠেছিল ইরানের পরিস্থিতি। মোহনবাগানের ম্যাচের ঠিক একদিন আগেই ইজরায়েলে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। পরিস্থিতির অবস্থা আগেই বুঝতে পেরে মোহনবাগান নিজেদের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের কারণে ইরানের ক্লাবটিকে ৩ পয়েন্ট এবং ৩ গোল দেওয়া হয়।

(Feed Source: zeenews.com)