চন্দ্রযান ৩ মিশনের লঞ্চপ্যাড তৈরি করা টেকনিশিয়ানের সংসার চলছে ইডলি বিক্রি করে

চন্দ্রযান ৩ মিশনের লঞ্চপ্যাড তৈরি করা টেকনিশিয়ানের সংসার চলছে ইডলি বিক্রি করে

রাঁচি: দীপক কুমার উপরারিয়া পেশায় হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরশেন লিমিটেড-এর টেকনিশিয়ান৷ ইসরো-র চন্দ্রযান-থ্রি লঞ্চপ্যাড যাঁরা তৈরি করেছিলেন, তাঁদের একজন ছিলেন দীপক৷ তিনি এখন রাঁচির পথের ধারে ইডলি বিক্রি করে সংসার চালাচ্ছেন৷ বিবিসি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাঁচির ধারওয়া এলাকায় পুরনো বিধানসভা ভবনের উল্টোদিকে ইডলির দোকান চালান দীপক৷

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরশেন লিমিটেড বা এইচইসিএল বন্ধ হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে ইডলির দোকান শুরু করেছেন দীপক৷ সহকর্মীদের মতো তিনিও দেড় বছরের বেশি সময় বেতন পাচ্ছেন না৷ এখন ওই ইডলির দোকানই তাঁর অন্নসংস্থানের উৎস৷

অগাস্টে নজিরবিহীন সাফল্যের শরিক হয় ভারত৷ বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করে৷ চন্দ্রযান থ্রি মিশনে যুক্ত ছিলেন অগণিত বিজ্ঞানী, প্রযুক্তিবিদ থেকে কারিগরিবিদ৷ তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিকে দেড় বছরের বেশি সময় ধরে বেতন না পেয়ে প্রতিবাদে শামিল হয়েছেন এইচইসিএল কর্মীরা৷ তবে নিজেদের কর্তব্যে অবহেলা করেননি৷ চন্দ্রযান-৩ মিশনে নিজেদের দায়িত্ব সম্পূর্ণ করেন তাঁরা৷ তৈরি করেছেন চন্দ্রযানের ফোল্ডিং প্ল্যাটফর্ম এবং স্লাইডিং ডোর৷

(Feed Source: news18.com)