কলকাতা : অতিমারি পর্ব কাটিয়ে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে তাক লাগিয়ে দিয়েছিল নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন৷ পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার এই স্কুল থেকে ২২ জন ছাত্রী সে বার স্থান পেয়েছিল মেধাতালিকায়৷ অথচ এ বার সেই স্কুলকে পরীক্ষাকেন্দ্রই করল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
কিন্তু এত ভাল ফলাফল যে স্কুলের, তাকে পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়ার কারণ কী? কার্যত এই খারিজ হওয়ার মূলে আছে চমকে দেওয়া রেজাল্টই৷ কারণ ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে৷ অর্থাৎ পরীক্ষার্থীরা যে যার নিজের স্কুল থেকেই পরীক্ষা দিয়েছিল৷ ফলে স্বভাবতই এই ‘অস্বাভাবিক মেধাবী’ ফলাফল নিয়ে বিতর্ক হয়েছিল৷
তাছাড়া, ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের পড়ুয়ারা মেধাতালিকায় স্থানই পায়নি৷ এর জেরেই কি জিইয়ে থাকল বিতর্কের ঢেউ? সেই কারণেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র করা হল না পশ্চিম মেদিনীপুরের এই স্কুলকে?
যদিও এই বিষয়ে মন্তব্য করতে নারাজ সংসদ। তাহলে কি এই স্কুলের উপর পরীক্ষাকেন্দ্র করা নিয়ে আস্থা হারাল সংসদ? উঠছে প্রশ্ন।