ভারত চাঁদে পৌঁছে গেল, আর পাকিস্তান এখন বিশ্বের কাছে ভিক্ষা করছে! বিস্ফোরক প্রাক্তন

ভারত চাঁদে পৌঁছে গেল, আর পাকিস্তান এখন বিশ্বের কাছে ভিক্ষা করছে! বিস্ফোরক প্রাক্তন
কলকাতা: পাকিস্তানের (Pakistan) ‘স্ব-নির্বাসিত’ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif) বলেছেন যে তার দেশ বিশ্বের কাছে অর্থ ভিক্ষা করছে, এদিকে, ভারত (India) চাঁদে (Moon) পৌঁছে গেল। পাকিস্তানের এই দুরাবস্থার জন্য তিনি জেনারেল এবং বিচারকদেরকে দায়ী করেছেন। পাকিস্তানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরে পতনের মুখে রয়েছে। অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি দেশটির দরিদ্র জনসাধারণের উপর প্রবল চাপ সৃষ্টি করেছে।

সোমবার সন্ধ্যায় ভিডিও লিঙ্কের মাধ্যমে লন্ডন থেকে লাহোরে দলীয় সভায় বক্তব্য দেওয়ার সময় শরিফ বলেন, ‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে দেশে তহবিল ভিক্ষা করতে যাচ্ছেন যখন ভারত চাঁদে পৌঁছেছে এবং জি-২০ সম্মেলন করেছে। ভারত যে কীর্তি করেছে তা পাকিস্তান কেন পারেনি। এখানে এর জন্য কে দায়ী?’

তিনি বলেন, ‘অটল বিহারি বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন এর রিজার্ভ ছিল মাত্র এক বিলিয়ন ডলার। কিন্তু এখন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০  বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।’ সংকটে থাকা পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জুলাই মাসে এক দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। পাকিস্তানকে ৯ মাসের জন্য বেলআউট হিসাবে দেওয়া তিন বিলিয়ন ডলারের অংশ এটি।

উল্লেখ্য, গত জুলাইয়েই আইএমএফ ১.২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে পাকিস্তানকে। সব মিলিয়ে ৯ মাসে ৩ বিলিয়ন ডলার দেওয়ার কথা। এই পরিস্থিতিতে পাকিস্তানে নির্বাচন হতে পারে নভেম্বরে।

এদিকে, লন্ডনে এক মহিলার মুখে থুথু ছিটিয়ে দেন শরিফের গাড়ির চালক। সেটি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সদস্য, ডক্টর ফতিমা কে, নিজের X হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাঁর দাবি, ভিডিওয় যে মহিলার মুখে থুথু ছেটানো হয়েছে তিনি একজন সাংবাদিক। তার পর থেকে তুমুল শোরগোল।

ঘটনাটি লন্ডনের হাইড পার্কের, দাবি নেটিজেনদেরই একাংশের। সেখানে একটি  বিলাসবহুল কালো গাড়ির সামনে, চালকের পাশের আসনে বসে থাকতে দেখা যাচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। কথা বলতে বলতে গাড়িটির দিকে এগিয়ে যান ওই মহিলা। প্রথমে হাত নাড়ান, পাল্টা হাত নাড়াতে দেখা যায় নওয়াজ শরিফকেও। গাড়ির কাচ নামান চালক। তার পরই ওই মহিলার মন্তব্য, ‘শুনেছি আপনি এক জন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ।’ কথা শেষ হতে না হতেই তাঁর মুখের উপর থুথু ছিটিয়ে গাড়ির কাচ তুলে বেরিয়ে যান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। গাড়ির কাচের প্রতিফলনে দেখা যায়, গোটা পর্বটিই নিজের মোবাইলে রেকর্ড করছিলেন মহিলা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে।

(Feed Source: abplive.com)