প্রকাশ্যে ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’-র নতুন পোস্টার, নতুন ছবি ‘মেড ইন ইন্ডিয়া’র ঘোষণা রাজামৌলির

প্রকাশ্যে ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’-র নতুন পোস্টার, নতুন ছবি ‘মেড ইন ইন্ডিয়া’র ঘোষণা রাজামৌলির

কলকাতা: ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’ ছবি নিয়ে ইতিমধ্য়েই চড়ছে উন্মাদনার পারদ। ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতি শ্য়ানন (Kriti Sanon)। ইতিমধ্য়েই ছবির প্রথম পোস্টারে প্রকাশ্য়ে এসেছে টাইগার শ্রফের লুক। আর আজ গণেশ পুজোর দিন প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় পোস্টার, যেখানে একাবারে যোদ্ধা রূপে দেখা যাচ্ছে কৃতী শ্য়াননকে। আর অভিনেত্রীর এই লুক ইতিমধ্য়েই পছন্দ করেছে তাঁর ভক্তরা।

এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা মিলবে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। উল্লেখ্য় এর আগেও ‘হিরোপান্তি’ (Heropanti) ছবিতে দেখা মিলেছিল টাইগার শ্রফ ও  কৃতি শ্য়াননের। নয় বছর পর আবারও তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখতে পাবে দর্শক।

হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। বড়পর্দায় মুক্তির পর ওটিটি প্ল্য়াটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে এই ছবি।

এর পাশাপাশি, নতুন ছবির নাম ঘোষণা করলেন ‘আর আর আর’ (RRR) পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। তাঁর নিবেদনে আসতে চলেছে ‘মেড ইন ইন্ডিয়া’ (Made In India)। ভারতীয় সিনেদুনিয়াকে কেন্দ্র করে তৈরি হবে এই ছবি। ভারতীয় সিনেমার গল্প বলবে ‘মেড ইন ইন্ডিয়া’।

ইন্ডিয়ান সিনেমা’র বায়োপিক নিয়ে আসতে চলেছেন রাজামৌলি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এদিন পরিচালক ‘মেড ইন ইন্ডিয়া’র কথা ঘোষণা করেন এবং লেখেন, ‘যখন আমি প্রথম গল্পটা শুনি, প্রচণ্ডভাবে আবেগতাড়িত হয়েছিলাম। যে কোনও বায়োপিক তৈরিই এমনিতেই কঠিন কাজ, কিন্তু ‘ভারতীয় সিনেমার পিতা’র গল্পকে পর্দায় তুলে ধরা আরও চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা তাই নিয়েই তৈরি…। অত্যন্ত গর্বের সঙ্গে নিবেদন করছি ‘মেড ইন ইন্ডিয়া’।’

ভারতীয় ছবির জন্ম ও বেড়ে ওঠার গল্প নিয়ে তৈরি ‘মেড ইন ইন্ডিয়া’ ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন নিতিন কক্কড়। বরুণ গুপ্তা ও রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয়ার প্রযোজনায় তৈরি হচ্ছে ছবি। এর আগে নিতিন কক্কড় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ফিল্মিস্তান’ তৈরি করেছেন, এছাড়া ‘পেল্লি চুপুলু’র হিন্দি রিমেক ‘মিত্রোঁ’, ‘নোটবুক’, সেফ আলি খানের ‘জওয়ানি জানেমন’ ও ‘রাম সিংহ চার্লি’র মতো ছবির পরিচালনা করেছেন। ‘মেড ইন ইন্ডিয়া’র অ্যানাউন্সমেন্ট টিজার দেখে মনে করা হচ্ছে যে ছবিটিও বেশ নজর কাড়বে। ছবিটি মুক্তি পাবে হিন্দি, মারাঠি, তেলুগু, তামিল, মালয়লম ও কন্নড় ভাষায়।

(Feed Source: abplive.com)