Security breach at KL Rahul Kriti Sanon Home: সইফের পর এবার মধ্যরাতে কৃতি-রাহুলের আবাসনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি, বিপদের আভাস পেয়েই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) মন্নতে ঢুকে সুইমিং পুলে স্নান করছিলেন তাঁর এক ফ্যান। অন্যদিকে সলমান (Salman Khan) ডেকেছে বলে তাঁর বাড়ি গ্যালাক্সিতে ঢুকে আসে এক ব্যক্তি। তবে এ তো গেল ফ্যানেদের পাগলামি। কিন্তু এর মাঝেই ঘটে যায় এক দুর্ঘটনা। সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে আসে দুষ্কৃতীও। কী করে এত নিরাপত্তা এড়িয়ে তারকাদের অন্দরমহলে ঢুকছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এবার ফের সেরকমই এক ঘটনা ঘটল সেই বহুতলে যে আবাসনে একাধিক তারকা বাস করেন।…










