Kareena Kapoor-Shahid Kapoor: বয়স হলে কেন যেন প্রেমে পাক ধরে! দেখা হতেই শাহিদের বাহুলগ্না করিনা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করিনা কাপুর (Kareena Kapoor) ও শাহিদ কাপুর (Shahid Kapoor), এক সময় একে অপরের প্রেমে পাগল ছিলেন। ভাইরাল হয়ে যায় তাঁদের অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিয়ো। পর্দার পিছনের প্রেম প্রভাব ফেলে স্ক্রিনেও। একের পর এক ছবিতে তাঁদের রসায়ন প্রগাঢ় হয় আর কালক্রমে তাঁরা হয়ে ওঠেন নয়া প্রজন্মের জনপ্রিয় জুটি। এরই মাঝে মন কষাকষি, ভেঙে যায় সম্পর্ক। যেসময় তাঁদের সম্পর্ক ভাঙে, সেই সময় তাঁরা একটি ছবির শ্যুটিং করছিলেন, ছবির নাম ‘জব উই মেট’। যে ছবির মাঝে ভাঙল প্রেম,…

