অনিদ্রা, কাশি, অ্যালার্জিতে কাজ ম্যাজিকের মতো! জানুন অতি চেনা ঝুমকোলতা ফুলের গুণ

অনিদ্রা, কাশি, অ্যালার্জিতে কাজ ম্যাজিকের মতো! জানুন অতি চেনা ঝুমকোলতা ফুলের গুণ

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর : কেউ বলে ঝুমকোলতা, কেউ বলে শঙ্খ চক্র গদা পদ্ম, কারওর কারওর কাছে আবার ফ্যাশন ফ্লাওয়ার। একটি ফুল কিন্তু নাম ভিন্ন ভিন্ন। এই ঝুমকোলতা কিন্তু সাদা, বেগুনি, গোলাপি বহু রঙের দেখা যায়। মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই ফুলগুলো ফুটে থাকে। তবে এই ঝুমকো লতা ফুলের কত গুণাগুণ জানেন?

চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান ‘‘ আজকাল প্রায়ই মানুষ ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে ঝুমকোলতার বিকল্প নেই। ঝুমকোলতার নিয়মিত ঘ্রাণ ঘুমের সমস্যায় খুব ভাল কার্যকরী।’’  ডাক্তার চিন্ময় দেবগুপ্ত আরও বলেন, ‘‘ শুধু ঘুমের সমস্যাই নয়, আমরা অনেক সময় দুঃখী কিংবা বিষণ্ণ হয়ে পড়ি বিনা কারণেই। ব্রেনে সেরোটিন ও ডোপামাইন হরমোনের মাত্রা কমে যাওয়ার ফলে আমরা বিভিন্ন সময় মানসিক অবসাদে ভুগি। আমাদের মন অল্পেই খারাপ হয়, বিরক্তি দেখা দেয় এবং কোনও কাজে মন বসে না। মনঃসংযোগে সমস্যা হয়, অবসন্ন লাগে, কাজের ইচ্ছে চলে যায়, ব্রেনে ডোপামাইনের মাত্রা কমে গেলে এই সমস্যা গুলো দেখা যায়। এছাড়াও সেরোটোনিন হরমোন কমে গেলে মনে নেতিবাচক প্রভাব খুব বেশি হয়। তবে ঝুমকোলতা আমাদের শরীরে সেরোটিন ও ডোপামাইনের প্রভাব বৃদ্ধি করে। ফলে মন নিমিষেই চাঙা হয়ে ওঠে।’’

ঝুমকোলতা গাছের পাতা , ছাল এক কাপ জলে পাঁচ মিনিট ভিজিয়ে ছেঁকে সেবন করলে রাতে ভাল ঘুম হয়। শুধু তাই নয়, ঝুমকোলতার রস ব্যথা দূর করতেও ভীষণ কার্যকরী। এছাড়াওঝুমকোলতার রস বাচ্চাদের কৃমিনাশক হিসেবে কাজ করে। ঝুমকোলতা পাকস্থলির সমস্যা,কাশি, হাঁপানি, অ্যালার্জি-সহ একাধিক সমস্যা দূর করে। শারীরিক সুস্থতায় ঝুমকোলতা ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(Feed Source: news18.com)