‘কান্তারা’ ছবির আদলে তৈরি গণেশ মূর্তি! এটাই নাকি ক্রেতাদেরও সবচেয়ে পছন্দের

‘কান্তারা’ ছবির আদলে তৈরি গণেশ মূর্তি! এটাই নাকি ক্রেতাদেরও সবচেয়ে পছন্দের

কান্তারার আদলে এবার গণেশ পুজোর ধুম। গত বছর মুক্তি পেয়েছিল ঋষভ শেট্টির এই ছবি। মুক্তির পর থেকেই নানা মহলে সারা ফেলে দিয়েছিল রীতিমতো। সেই ছবিই এবার ছাপ রেখে গেল গণেশ চতুর্থীর দিন। এই দিন বাজারের অনেক মূর্তির আদলে দেখা গেল কান্তারার ছাপ। সাধারণ গণেশ মূর্তির বদলে এই মূর্তিই বেশি পছন্দ করছেন ক্রেতারা। এমনকি বাড়িতেও কিনে নিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত বছর এই সময়ই মুক্তি পেয়েছিল ঋষভ শেট্টি পরিচালিত ছবি কান্তারা। ছবিটির স্ক্রিপ্টও তাঁর নিজের লেখা। এমনকি অভিনয়েও মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই ছবি আদতে একটি উপজাতিদের জীবন নিয়ে। যেখানে দেখা যায়, তাদের লোকদেবতা বারবার তাদের বিপদ থেকে উদ্ধার করে। সেই উপজাতি জীবনকে কেন্দ্র করেই এগোতে থাকে গল্প। ছবিতে পানজুর্লি দৈব নামে এক দেবতার উপস্থিতির কথা জানা গিয়েছিল। তাঁকে এবার দেখা গিয়েছে গণেশ চতুর্থীর দিন। গণেশ মূর্তির ঠিক পিছনেই দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, এমন মূর্তিই বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বাজার রীতিমতো ছেঁয়ে গিয়েছে এই মূর্তিতে। গড়পড়তা গণেশ মূর্তির বাইরে বেরিয়ে ক্রেতারাই এই ভিন্ন স্টাইলের গড়ন পছন্দ করছেন বলে জানাচ্ছেন বিক্রেতারা।

সম্প্রতি সংসদের এক বক্তৃতাতেও শোনা গিয়েছে কান্তারার কথা। তথ্য সংস্কৃতি মন্ত্রী অনুরাগ কাশ্যপ ভারতীয় সিনেমার আন্তর্জাতিক স্তরের স্বীকৃতির উদাহরণ দিতে গিয়ে কান্তারার কথা বলেন। প্রসঙ্গত, ওই দিন রাজ্যসভায় দ্য সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল ২০২৩ নিয়ে আলোচনা হয়। যা লোকসভাতেও পাশ হয়ে যায়।

(Feed Source: hindustantimes.com)