IPL 2022: রোহিতের সঙ্গে তুলনা টেনে হার্দিককে প্রশংসায় ভরালেন সুনীল গাভাসকর

IPL 2022: রোহিতের সঙ্গে তুলনা টেনে হার্দিককে প্রশংসায় ভরালেন সুনীল গাভাসকর

এ বারের আইপিএল মরশুম শুরুর আগে খেলোয়াড় হিসাবে হার্দিক পান্ডিয়া এবং তাঁর দল গুজরাট টাইটানস, দুইয়ের বিষয়েই বেশ সন্দেহভাজন ছিলেন বিশেষজ্ঞরা। হার্দিকের ফিটনেস নিয়ে যেখানে প্রধান সমস্যা ছিল, সেখানে গুজরাট দলের ভারসাম্য ঠিক নয় বলে অনেকেই আশঙ্কা করেছিলেন।

তবে গুজরাট আইপিএল খেতাব তো জিতেইছে। পাশাপাশি নিজের পারফরম্যান্সে সকল সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন হার্দিকও। এ মরশুমে ৪৪-র অধিক গড়ে মোট ৪৮৭ রান করার পাশাপাশি বল হাতে আট উইকেট নিয়েছেন হার্দিক। গুজরাট অধিনায়কের ফাইনালে ১৭ রানে তিন উইকেট তাঁর সেরা বোলিং পারফরম্যান্সও বটে। দীর্ঘ চোট আঘাত সারিয়ে যে হার্দিক ফর্মে ফিরছেন, তা স্পষ্ট। হার্দিকের ফর্মে ফেরায় জাতীয় নির্বাচকরা ভীষণই খুশি হবেন বলে মত সুনীল গাভাসকরের।

আইপিএল ফাইনাল শেষে Star Sports-র পর্যলোচনাসভায় তিনি বলেন, ‘ও যেভাবে পারফর্ম করেছে, নির্বাচকরা নিশ্চয়ই ভীষণ খুশি হবেন তাতে। ও এখন মাঝে মাঝে চার ওভার বা কখনও কখনও টানা তিন ওভার বল করছে, যার অর্থ ও ১০০ শতাংশ ফিট। তবে ভালভাবে ওর খেয়াল রাখতে হবে। যখন কারুর পিঠের সমস্যায় অস্ত্রোপ্রচার করার মতো অবস্থা হয়, তখন তাঁর ঠিকভাবে যত্ন নেওয়াটা জরুরি। তবে ও এসে বল হাতে ১৪০-র ওপর বল করছে মানে সবটা ঠিকঠাক আছে।’

অধিনায়ক হার্দিকের মধ্যে অধিনায়ক রোহিত শর্মারও ছাপ দেখতে পাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাভাসকর। তিনি দুইজনের তুলনা টেনে বলেন, ‘ব্য়াটার হিসাবে ওর শট নির্বাচনও এবারে খুব ভাল হয়েছে। সব বলেই মারতে যায়নি। এই ফর্ম্যাটে লোকে সব বলে ছয় মারার চেষ্টায় আউট হয়। তবে রোহিত শর্মার মতোই অধিনায়কত্বের দায়িত্বের জেরে ওর শট নির্বাচন বেশ শুধরেছে। রোহিতও হার্দিকের মতোই ছিল। তবে অধিনায়ক হওয়ার পরেই ও ৭০, ৮০, ১০০ করতে শুরু করে।’

(Source: hindustantimes.com)