চলে এল ভারতে বানানো আইফোন, লম্বা লাইন দেশজুড়ে, লেটেস্ট মডেল কিনে ‘গর্বিত’ মাধবন

চলে এল ভারতে বানানো আইফোন, লম্বা লাইন দেশজুড়ে, লেটেস্ট মডেল কিনে ‘গর্বিত’ মাধবন

কিছুদিন আগেই লঞ্চ করে গিয়েছে আইফোন ১৫। শুক্রবার, ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপেলের নয়া ফোন সিরিজের বিক্রি শুরু হল দেশে। আর প্রথমদিনই আইফোন ১৫ হাতে পাওয়ার আশায় মধ্যরাত থেকে দোকানের সামনে লাইনে দাঁড়ালেন গ্রাহকরা। নতুন ফোন সিরিজ ব্যবহারের অভিজ্ঞতা কেমন হবে সেটা দেখার আশায় অভাবনীয় সাড়া পাওয়া গেল আইফোন ১৫ নিয়ে! প্রসঙ্গত এটা প্রথম মেড ইন ইন্ডিয়া আইফোন।

মেড ইন ইন্ডিয়া আইফোন ১৫

যাঁরা জানেন না তাঁদের উদ্দেশ্যে জানাই এতদিন পর্যন্ত চিনেই মূলত আইফোন তৈরি করা হতো। কিন্তু করোনার পর থেকে নানা সমস্যা দেখা দেওয়ায় অ্যাপেল ধীরে ধীরে চিনের উপর নির্ভরশীলতা কমাতে থাকে। আর ভারতের মতো সুবৃহৎ এবং বাড়তে থাকা বাজার আর কোথায় পাবে এই মার্কিন সংস্থা? সেই জন্যই দেশে প্রথমে অ্যাপেলের অন্যান্য প্রোডাক্ট আগে তৈরি করা শুরু করা হয়। এরপর এই বছর বানানো হয় প্রথম আইফোন।

আইফোন ১৫ প্রসঙ্গে আর মাধবন

এদিন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা আর মাধবন টুইটারে যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে একটি টুইট করে এই ফোনটি নিয়ে। আইফোনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘হাতে পেলাম। ভারতে নির্মিত আইফোন ১৫ কিনতে পেরে আমি গর্বিত এবং উচ্ছ্বসিত।’ তাঁকে একটি গোলাপি রঙের আইফোন ১৫ এর ছবি পোস্ট করতে দেখা যায় এই টুইটে।

অ্যাপেল আইফোন ১৫ বিক্রি শুরু

১৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকরা আইফোন ১৫ প্রিঅর্ডার করতে পেরেছিলেন। এবার সেটার বিক্রি এবং ডেলিভারি শুরু হল শুক্রবার, ২২ সেপ্টেম্বর থেকে। ভোর থেকেই মুম্বইয়ের বিকেসির অ্যাপেল স্টোরে লম্বা লাইন দেখা যায়। একই ছবি ধরা পড়ল নিউ দিল্লিতে। দোকান খোলার আগেই ভিড় জমে যায় দোকানের সামনে।

নিউ দিল্লির একটি মলের অ্যাপেলের স্টোরের প্রথম গ্রাহক আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনেছেন। তিনি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে ANI কে বলেন, ‘ভোর ৪টে থেকে লাইন দিয়েছিলাম। আমার কাছে আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৪ প্রো ম্যাক্স আছে। আমি এবার আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনতে চেয়েছিলাম তাও সবার আগে।’ কেউ কেউ আবার জানান তাঁরা ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছেন।

ভারতে আইফোন ১৫ এর দাম এবং অফার

আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোন দুটির উপর বর্তমানে অ্যাপেল ৬,০০০ টাকা ছাড় দিচ্ছে। আর আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের উপর ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আইফোন ১৫ এর আসল দাম ৭৯,৯০০ টাকা এবং আইফোন ১৫ প্লাসের আসল দাম ৮৯,৯০০ টাকা। অন্যদিকে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স এর দাম ১,৩৪,৯০০ টাকা এবং ১,৫৯,৯০০ টাকা রাখা হয়েছে।

(Feed Source: hindustantimes.com)