চলে এল ভারতে বানানো আইফোন, লম্বা লাইন দেশজুড়ে, লেটেস্ট মডেল কিনে ‘গর্বিত’ মাধবন
কিছুদিন আগেই লঞ্চ করে গিয়েছে আইফোন ১৫। শুক্রবার, ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপেলের নয়া ফোন সিরিজের বিক্রি শুরু হল দেশে। আর প্রথমদিনই আইফোন ১৫ হাতে পাওয়ার আশায় মধ্যরাত থেকে দোকানের সামনে লাইনে দাঁড়ালেন গ্রাহকরা। নতুন ফোন সিরিজ ব্যবহারের অভিজ্ঞতা কেমন হবে সেটা দেখার আশায় অভাবনীয় সাড়া পাওয়া গেল আইফোন ১৫ নিয়ে! প্রসঙ্গত এটা প্রথম মেড ইন ইন্ডিয়া আইফোন। মেড ইন ইন্ডিয়া আইফোন ১৫ যাঁরা জানেন না তাঁদের উদ্দেশ্যে জানাই এতদিন পর্যন্ত চিনেই মূলত আইফোন তৈরি করা হতো। কিন্তু করোনার পর…