কে একটা ভাইপো আছে, তাঁর কোটি টাকার চারতলা বাড়ি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল

কে একটা ভাইপো আছে, তাঁর কোটি টাকার চারতলা বাড়ি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল
সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : চোলাই খেয়ে মারা গেলে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য়। কোভিডে (Covid) কত দেওয়া হয় ? কে এক ভাইপো আছে তার কোটি টাকার বাড়ি। কোথা থেকে আসে এত টাকা ? করোনায় শিক্ষকের মৃত্যুতে, তাঁর স্ত্রীর চাকরি ও আর্থিক সাহায্য় সংক্রান্ত মামলায় এমনই প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

কে একটা ভাইপো আছে, তাঁর বাড়ি চারতলা। কোটি টাকার বাড়ি। কোথা থেকে আসে এত টাকা ? করোনায় মৃতের স্ত্রীর চাকরির দাবি ও আর্থিক সাহায্য় সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মুখে উঠে এল ইঙ্গিতপূর্ণ একটি শব্দ। ‘ভাইপো’। আর তা ঘিরেই এখন শোরগোল সর্বত্র।

২০২০ সালের পয়লা অগাস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় উত্তর ২৪ পরগনার নালাবরা প্রাথমিক স্কুলের শিক্ষক বিভূতিকুমার সরকারের। তাঁর মৃত্য়ুতে অথৈ জলে প়ড়ে যায় পরিবার। এই পরিস্থিতিতে সরকারি চাকরির আবেদনে করেন মৃত শিক্ষকের স্ত্রী দীপ্তি সরকার। অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও চাকরি পাননি। শেষমেষ আদালতের দ্বারস্থ হন। স্বামীর মৃত্য়ুর পর চাকরি ও আর্থিক সাহায্য় কোনওটাই পাননি বলে, হাইকোর্টে মামলা দায়ের করেন।

সেই মামলাতেই শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, চোলাই মদ খেয়ে মৃত্য়ু হলে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য় দেওয়া হয়। কোভিডে মৃত্য়ু হলে সেই পরিমাণটা কত ? আদৌ কি টাকা দেওয়া হয় ? এই প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, কে একটা ভাইপো আছে তার বাড়ি চারতলা। কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা ? যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বিচারপতির চেয়ার মিসইউজ করছেন। বিচারক, মহামান্য় বিচারপতি সেই চেয়ারের যে সম্মান, তার সুযোগ নিয়ে রাজনীতি করছেন। বিরোধীদের ফুসমন্তর দিচ্ছেন। রাজনৈতিক অবস্থান প্রকাশ পেয়ে যাচ্ছে। বিরোধীদের হাওয়া দিচ্ছেন। আপনার ক্ষমতা থাকলে ইস্তফা দিন, দিয়ে রাজনীতির ময়দানে আসুন। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মমতা নিজে বলছেন উনি গরিব ঘরের মেয়ে। ভাইপোর বাবার হার্ডওয়ারের দোকান। সেটাই রোজগারের উপায়। সেই পরিবারের সদস্য় হয়ে অভিষেক ডাক্তারি করলেন না, ইঞ্জিনিয়ারিং করলেন না, জমি কিনলেন না, চাষাবাদ করলেন না। অথচ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেল। কনসালটেন্সি করে। আমি জানি না কী করলে এত কোটির মালিক হওয়া যায়। কোভিডে যারা মারা গেছে, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। কিন্তু ডিএ, চাকরি কিছুই দিতে পারে না।

গত কয়েক বছর ধরেই ভাইপো শব্দটি ঘুরেফিরে এসেছে বঙ্গ রাজনীতিতে ! এবার খোদ বিচারপতির মুখে তা উঠে আসায়, আলোচনা-চর্চা আরও জোরাল হল।

(Feed Source: abplive.com)