‘ক্যাম্পাসে নোংরামি হচ্ছে’, সিবিআই তদন্ত চাই, বিস্ফোরক যাদবপুরের উপাচার্য

‘ক্যাম্পাসে নোংরামি হচ্ছে’, সিবিআই তদন্ত চাই, বিস্ফোরক যাদবপুরের উপাচার্য

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে দিতে চাইছেন না কয়েকজন ছাত্র নেতা৷ এরা চাইছেন না সিসিটিভি বসুক ক্যাম্পাসে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে এ বার মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিপুল ক্ষোভ প্রকাশ করলেন তিনি৷ পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করে বললেন, তিনি উপাচার্য পদে থাকুন, কয়েকজন শিক্ষক সেটা চাইছেন না৷

তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘আমার সঙ্গে চক্রান্ত চলছে যাতে আমি উপাচার্য না থাকি৷ আমি রাজ্যপাল ও রাজ্য সরকারকে জানানো তদন্ত করার জন্য৷ তারা দেখুন, কারা চক্রান্ত করছেন৷ তাদের কাছে তো অনেক এজেন্সি থাকে৷’’ এ দিকে যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনা নিয়েও এদিন প্রশ্ন তুললেন উপাচার্য বুদ্ধদেব সাউ৷ তিনি কার্যত তদন্তের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন৷ তিনি বললেন, ‘এমনও অনেক আছে যাঁরা দোষী, তাঁদের নাম নেই৷ এমনও কয়েকজন আছেন, যাঁরা দোষী নন৷ এখনই যদি সবাইকে শাস্তি দিয়ে দেওয়া হয়, তা হলে ওঁরা মানসিক ভাবে ভেঙে পড়বেন৷ আমার মনে হচ্ছে তদন্ত কমিটির রিপোর্ট অসম্পূর্ণ৷’’ এই কথা বলে তিনি ফের তদন্তের পক্ষেই সওয়াল করেন৷

এর পরে শিক্ষকদের একাংশকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপাচার্য৷ তিনি বলেন, ‘ক্যাম্পাসে নৈরাজ্য চলছে, এ ভাবে কাজ করা যায়? আপনারাই দেখছেন কী চলছে ক্যাম্পাসে, আমার সঙ্গে পরিকল্পনা মাফিক চক্রান্ত চলছে৷ সিবিআই তদন্ত হবে নাকি সিআইডি তদন্ত হবে সেটা রাজ্য সরকার ওরাজ্যপাল দেখুন, আমি দু’জনকেই জানাব৷’’

তিনি বিস্ফোরক স্বরে বলেন, ‘ক্যাম্পাসে নোংরামি হচ্ছে৷’ বলেও আওয়াজ তোলেন বুদ্ধদেব সাউ৷ পাশাপাশি তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর পদত্যাগের দাবি করছেন কেউ কেউ৷ তিনি বলেন, ‘‘কাল যে আন্দোলন হয়েছে, সেই সব ছাত্রদের বিরুদ্ধে তদন্ত করা হবে নাকি সেটা আমি মত নেব৷ আপনারা দেখুন, আমার প্রাণ থাকতে আমি যাব না, তবে এরা চাইছে না আমি উপাচার্য থাকি৷’’

(Feed Source: news18.com)