১৩ বছরে প্রথমবার, এশিয়ান গেমস ফুটবলের নকআউটে সুনীলের ভারত

১৩ বছরে প্রথমবার, এশিয়ান গেমস ফুটবলের নকআউটে সুনীলের ভারত

নয়াদিল্লি: ১৩ বছরে প্রথমবার ৷ এশিয়ান গেমসে নক আউট পর্বের যোগ্যতা অর্জন করল ভারত৷ ভারত বনাম মায়নামার গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য তিন পয়েন্ট পায়নি ভারত কিন্তু তাও নকআউটের টিকিট পেতে অসুবিধা হয়নি৷ ১-১ গোলে এদিন খেলা শেষ হয়৷ ভারত বনাম মায়নমার ম্যাচের শেষে এশিয়ান গেমসের নক আউটের যোগ্যতা ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য নিঃসন্দেহে বড় খবর৷

এদিনের ম্যাচে ব্লু টাইগার্সের হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী৷ ম্যাচের ২৩ মিনিটে স্পটকিকে মায়নমারের জালে বল জড়িয়ে দেন৷ রহিম আলিকে করা ফাউলের জন্য পেনাল্টি পায় ভারত৷ কোনও ভুল করেননি সুনীল ছেত্রী৷

এদিকে মায়নমার ৭৪ মিনিটে সমতা ফেরায়৷ সাবস্টিটিউট হিসেবে নামা কেয় হতের গোল করেন৷ তিনি ভারতীয় গোলরক্ষক ধীরজ সিংকে পরাস্ত করে গোলে বল পাঠিয়ে দেন৷ তাঁর হেড আটকাতে পারেননি ভারতীয় গোলরক্ষক৷

(Feed Source: news18.com)