বিশ্বকাপ খেলবেন অশ্বিন? দারুন সুযোগ, ২৭ সেপ্টেম্বর সব জল্পনার অবসান

বিশ্বকাপ খেলবেন অশ্বিন? দারুন সুযোগ, ২৭ সেপ্টেম্বর সব জল্পনার অবসান

কলকাতা: বিশ্বকাপ দলে কি সুযোগ পাচ্ছেন অশ্বিন? ইতিমধ্যেই ঘোষিত হওয়া ভারতীয় দলের স্কোয়াডে কি পরিবর্তন হতে চলেছে? এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন।

বিসিসিআইয়ের অন্দরমহলে এই প্রশ্ন নিয়ে খোঁজখবর করলে যে উত্তর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু তামিলনাড়ুর স্পিনারের ভক্তরা কিছুটা হলে খুশি হতেই পারেন।

কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ একদিনের ম্যাচে দলে নেই অক্ষর প্যাটেল। শেষ ম্যাচের জন্য স্কোয়াডে নাম থাকলেও ফিট না হওয়ায় বাঁ হাতি এই স্পিনারকে বাদ দেওয়া হয়েছে। ফলে এখানেই অশ্বিন‌ ভক্তরা আশার আলো দেখছেন।

ইতিমধ্যেই ঘোষিত হওয়া বিশ্বকাপের ১৫ জন ওয়ার্ডের মধ্যে যদি বদল আনতে হয় সেটা বুধবারের মধ্যে অর্থাৎ ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে। রাজকোটে. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ বুধবার। ফলে সেই ম্যাচে অক্ষর নেই।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। প্রথম প্রস্তুতি ম্যাচে ৩০ তারিখ মাঠে নামবে রোহিত বাহিনী। ফলে চার দিন আগে অক্ষর প্যাটেলের ফিট না হওয়ার খবর অশ্বিনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে।

বিসিসিআই সূত্রে খবর, অক্ষর ফিট নন। দিন দুয়েকের মধ্যে ম্যাচ ফিট না হলে পরিবর্তন ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে অক্ষরের পরিবর্তে অশ্বিন প্রথম পছন্দ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন এই অফ স্পিনার।

ইতিমধ্যেই উনিশ মাস পর একদিনের দলে ফিরে দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন ‌অশ্বিন।‌ বিশ্বকাপ দলে এই ৩৭ বছরের স্পিনার প্রথমে সুযোগ না পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত হয়তো নিজের শেষ একদিনের বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারেন অশ্বিন।

অক্ষর প্যাটেল এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচ চোট পেয়ে ছিটকে যান। তবে এই নিয়ে এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, রাজকোটে নিয়ম রক্ষার ম্যাচের জন্য ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হল শুভমন গিল ও শার্দুল ঠাকুরকে। দুজনেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে দলে যোগ দেবেন। তবে রোহিত বিরাট হার্দিক সহ প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা চার ক্রিকেটার শেষ ম্যাচের জন্য রাজকোটে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন।

নিয়ম রক্ষার ম্যাচ হলেও বিরাট রোহিতরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নিতে চান।

(Feed Source: news18.com)