বিশ্বকাপের আগে শেষ ম্যাচে হার, ভারতকে চাপে ফেলে কলার তুলল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে শেষ ম্যাচে হার, ভারতকে চাপে ফেলে কলার তুলল অস্ট্রেলিয়া

রাজকোট: বিশ্বকাপের আগে শেষ ম্যাচে হার টিম ইন্ডিয়ার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেট দলকে। টানা দুই ম্যাচ জিতে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে।

তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৫২ রানের বিশাল স্কোর করে অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে ২৮৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতে সম্মানের যুদ্ধে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতে দাঁড় করান ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।

৫৬ রান করে প্রসিধ কৃষ্ণার শিকার হন ওয়ার্নার। অন্য প্রান্তে মার্শের আক্রমণ চলতে থাকে। স্টিভ স্মিথ এসে তাঁকে পূর্ণ সমর্থন জোগান। মার্শ ৯৬ রানে কুলদীপ যাদবের বলে আউট হন।

৭৪ রানে স্টিভ স্মিথ আউট হন। মারনাস লাবুসচেন ৭২ রান করে অস্ট্রেলিয়ার স্কোর ৩৫২ রানে পৌঁছে দেয়। অস্ট্রেলিয়ার গড়া বিরাট স্কোর তাড়া করতে নেমে রোহিত শর্মা তাঁর নতুন সঙ্গী ওয়াশিংটন সুন্দরের সাথে দুর্দান্ত শুরু করেছিলেন।

প্রথমবার ওপেনিংয়ে দায়িত্ব পালন করা সুন্দর ১৮ রানে আউট হয়ে ফেরেন। বিরাট কোহলি মাঠে নেমে অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে স্কোর এগিয়ে নেন। ৫৭ বলে ৮১ রান করে ফেরেন অধিনায়ক।

এর পর ৫৬ রানে ম্যাক্সওয়েলের শিকার হন বিরাট কোহলি। তার পর ব্যাটিং সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। ২৮৬ রানে অলআউট হয়ে যায় গোটা দল। শ্রেয়াস আইয়ার ৪৮ রান করে আউট হন। কেএল রাহুল ২৬ রান করেন। সূর্যকুমার যাদব ৮ রানে আউট হন।

(Feed Source: news18.com)