IND vs AUS, AFC Asian Cup: ব্যর্থ যাবতীয় লড়াই, ০-২ হেরেই মাঠ ছাড়তে হল ভারতকে
ফিফা র্যাঙ্কিংয়ের এই মুহূর্তে অস্ট্রেলিয়া রয়েছে ২৫ নম্বরে। ভারত সেখানে ১০২-এ। শুধু র্যাঙ্কিংয়ের তফাৎ নয়, দু’দলের ফুটবলের মান, শারীরিক দক্ষতা, প্রতিভা সবেতেই আকাশ-পাতাল পার্থক্য। আর সেই কারণেই কেউ ভাবেওনি, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবেন সুনীল ছেত্রীরা। তবে ভারত যদি ম্যাচটি ড্র করতে পারত, তবে হয়তো তাদের নৈতিক জয় হত। প্রথমার্ধে দুরন্ত লড়াই করে অজিদের আটকেও দিয়েছিল ভারতের ডিফেন্ডাররা। সুনীল ছেত্রী গোলের সহজতম সুযোগটি মিস না করলে হয়তো, বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়তে পারত টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয়ার্ধে আর রুখে রাখা গেল…