‘মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার?’, প্রশ্ন বিচারপতি সিন্হার

‘মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার?’, প্রশ্ন বিচারপতি সিন্হার
সৌভিক মজুমদার, কলকাতা: ‘মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার?’ তমলুকের (Tamluk) দুর্গাপুজোর (Durga Puja 2023) অনুমতি সংক্রান্ত মামলায় এমনই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

তমলুকের দুর্গাপুজো সংক্রান্ত মামলায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট

‘মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার টাকা? মানুষ চাকরি পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার?’ তমলুকের দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলায় প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিন্হা।

এই বছর দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলোর জন্য অনুদানের পরিমাণ আরও বাড়িয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। চলতি বছরের জন্য পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার, ২২ অগাস্টের বৈঠকে ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬০ হাজার টাকা থেকে আরও ১০ হাজার বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। অনুদানের পাশাপাশি বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব ও দমকলের ব্যবস্থাপনাও বিনামূল্যে করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

‘সরকারের হাতে একদম টাকা নেই’ জানানোর পরও ক্লাব কমিটিগুলোকে ভালভাবে পুজো করার জন্য উৎসাহ জানিয়ে অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলাম। তারপর করোনাকালে পুজো করতে পুজো কমিটিগুলো প্রচণ্ড সমস্যায় পড়েছিল, সে কথা মাথায় রেখেই তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছিল। গত বছর যা করা হয়েছিল ৬০ হাজার।’

রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজোয় ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এই ব্যাপারে। নতুন আবেদন করার অনুমতি দেন প্রধান বিচারপতি। বিগত বছরগুলিতে রাজ্য সরকার দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এ বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ৭০ হাজার করেছে রাজ্য সরকার। ফের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগের জনস্বার্থ মামলার সঙ্গে এটি সংযুক্ত করার আবেদন জানান মামলাকারী।

(Feed Source: abplive.com)