কলকাতা: ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ করা হয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত এই স্মার্টফোন। ভারত জুড়ে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৫জি সার্ভিস।
এর জন্য বাজারে বিভিন্ন দামের ৫জি ফোন রয়েছে। এবার ভারতের প্রতিটি ঘরে ৫জি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য লঞ্চ করা হয়েছে এই ফোন। itel S23+ এবং itel P55 5G নামের নতুন দুটি ৫জি স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়েছে।
এই দুটিই বাজেট স্মার্টফোন, যেগুলোতে রয়েছে দারুণ ফিচার। itel S23+-এ একটি ৬.৭৮ ইঞ্চির ৩D বাঁকানো AMOLED ডিসপ্লে রয়েছে। অন্য দিকে, itel P55 5G ফোনে ৬জিবি পর্যন্ত RAM রয়েছে। গ্রাহকরা উভয় স্মার্টফোনেই ৫০MP ডুয়াল-ক্যামেরা সেটআপ পাবে।
itel S23+-এর ৮জিবি + ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। অন্য দিকে, itel P55 5G ফোনের ৪জিবি + ৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৬৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা।
itel S23+ ফোন এলিমেন্ট ব্লু এবং লেক সিয়ান রঙে লঞ্চ করা হয়েছে এবং P55 5G ফোন গ্যালাক্সি ব্লু এবং মিন্ট কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
itel S23+ ফোনের ফিচার –
এই স্মার্টফোনটি Android ১৩-তে চলে এবং এতে ৮ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ Unisoc Tiger 616 প্রসেসর রয়েছে। এটিতে একটি ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যাতে রয়েছে ফুল HD+ রেজোলিউশন।
এর ডিসপ্লেতে ৬০Hz রিফ্রেশ রেট রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে একটি ৫০MP প্রাইমারি ক্যামেরা এবং ৩২MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাটারি ৫০০০mAh এবং ১৮W ফাস্ট চার্জিংয়ের সমর্থন যুক্ত।
itel P55 5G ফোনের ফিচার –
এটি ভারতের প্রথম 5G স্মার্টফোন, যেটি ১০,০০০ টাকার কম দামে লঞ্চ করা হয়েছে৷ এতে ৯০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনে ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে একটি ৫০MP AI ক্যামেরা থাকবে।
ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮MP ক্যামেরা রয়েছে। নিরাপত্তার জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এর ব্যাটারি ৫০০০mAh এবং এখানে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই ডিভাইসটিতে ১০ ৫G ব্যান্ড সমর্থন রয়েছে।