১০ হাজার টাকায় 5G স্মার্টফোন! ৫০ মেগাপিক্সেল ক্যামেরা! এমন সুযোগ রোজ আসে না
কলকাতা: ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ করা হয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত এই স্মার্টফোন। ভারত জুড়ে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৫জি সার্ভিস। এর জন্য বাজারে বিভিন্ন দামের ৫জি ফোন রয়েছে। এবার ভারতের প্রতিটি ঘরে ৫জি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য লঞ্চ করা হয়েছে এই ফোন। itel S23+ এবং itel P55 5G নামের নতুন দুটি ৫জি স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়েছে। এই দুটিই বাজেট স্মার্টফোন, যেগুলোতে রয়েছে দারুণ ফিচার। itel S23+-এ একটি ৬.৭৮ ইঞ্চির ৩D বাঁকানো AMOLED ডিসপ্লে রয়েছে। অন্য…