মালদার গ্রামে নজির সরকারি প্রাইমারি স্কুলের, নাচে-গানে আনন্দের পাঠ শিশুদের

মালদার গ্রামে নজির সরকারি প্রাইমারি স্কুলের, নাচে-গানে আনন্দের পাঠ শিশুদের

মালদহ: মালদহ জেলার দক্ষিণ সদরচক্রের গোবিন্দরপুর প্রাথমিক বিদ্যালয়। প্রত্যন্ত গ্রামের সীমান্ত এলাকার একটি সরকারি প্রাথমিক স্কুল। আর পাঁচটা স্কুলের রোজের দিনগুলির মতো দিন কাটে না এই স্কুলে। এখানে যেন কচিকাঁচারা রোজ হাসিমুখে ক্লাসে পা রাখে। কারণ পড়াশোনাকে বোঝা হিসেবে নয়, খেলার অঙ্গ হিসেবে ফুটিয়ে তোলা হয় রোজ।

গোবিন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন

সম্প্রতি এই স্কুলেই বিশেষ আনন্দানুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছে। স্কুল প্রাঙ্গনে মিকি মাউজ বেশে খেলা দেখানো হয়। মাইকে বাজানো হয় বাচ্চাদের পছন্দের গান। যে যেমন খুশি নাচ-গান করতে থাকে। নানা রঙের ফুল, বেলুন ও কাপড় দিয়ে সাজানো হয়েছে স্কুল প্রাঙ্গন।

কেউ কেউ আবার স্কুলের পোশাক ছেড়ে ঝলমলে পোশাকে সেজেছে, কারণ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিভা মেলে ধরতে হবে। আর এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘আনন্দ পরিসর আসর ২০২৩, আনন্দের পাঠ, পাঠের আনন্দ’।

মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ পারভেজের উদ্যোগে শুরু হয় এই ‘আনন্দ পরিসর আসর’। করোনা অতিমারির পরে শিশুদের পাঠের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এই স্কুল। খেলার ছলেই যে পড়াশোনার প্রতি বাচ্চাদের আগ্রহ তৈরি করা যায়, তা প্রমাণ করে দিল ছোট্ট এই স্কুল।

(Feed Source: news18.com)