Belashuru: ‘বেলাশুরু’র বিশেষ প্রদর্শনীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শার্ট, স্বাতীলেখা সেনগুপ্তকে লেখা অমিতাভ বচ্চনের চিঠি

Belashuru: ‘বেলাশুরু’র বিশেষ প্রদর্শনীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শার্ট, স্বাতীলেখা সেনগুপ্তকে লেখা অমিতাভ বচ্চনের চিঠি

নিজস্ব প্রতিবেদন: বাংলা সিনেমা শুধু নয়, বিশ্ব সিনেমার ইতিহাসে প্রথমবার সিনেমাহলে মানুষ ছুটছে এমন এক ছবির নেশায় যার দুই মুখ্য চরিত্র বা এককথায় যে ছবির নায়ক নায়িকা দুজনেই এখন অতীত, দাবি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shiboprasad Mukherjee)। ২০১৮ সালে ‘বেলাশুরু'(Belashuru) ছবির শুটিং করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্ত(Swatilekha Sengupta)। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবি। এই চার বছরের মধ্যেই প্রয়াত হয়েছেন ছবির দুই নায়ক-নায়িকা। মুক্তির প্রথমদিন থেকেই এই ছবি সাড়া জাগিয়েছে বক্স অফিসে। না থেকেও পর্দা জুড়ে তাঁরা রয়েছেন। এবার তাঁদের ব্যবহৃত জিনিস নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে নবীনা সিনেমাহলে।

‘বেলাশুরু’ ছবি দেখতে হলমুখী দর্শক। নবীনা সিনেমাহলেও চলছে ‘বেলাশুরু’। এবার সিনেমা দেখার পাশাপাশি ছবির অভিনেতার ব্যবহার করা জিনিসও দেখতে পাবে দর্শক। সৌজন্যে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী ১ এবং ২ জুন দুদিন ব্যপী চলবে এই প্রদর্শনী। শহরে এই প্রথম কোনও ছবির সঙ্গে তার অভিনেতাদের রোজের ব্যবহারের জিনিসের প্রদর্শনী হতে চলেছে। সিনেমাহলে ফার্স্ট ফ্লোরে চলবে এই প্রদর্শনী। এর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না। যে কেউ এই প্রদর্শনীতে আসতে পারবেন।

এই প্রদর্শনীর ভাবনা বেলাশুরু ছবির দুই পরিচালকের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত টাইপরাইটার, তাঁর ব্যবহৃত শার্ট, কবিতার খাতা, নাটকের পান্ডুলিপি, ডায়েরি থাকবে এই প্রদর্শণীতে। এছাড়াও ছবির শুটিংয়ে যে যে জিনিস তাঁরা ব্যবহার করেছেন তাও থাকবে এই প্রদর্শণীতে। যেমন যে চিরুনি দিয়ে স্বাতীলেখা সেনগুপ্তকে চুল আঁচড়ে দিতে দেখা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সেই চিরুনি থাকবে প্রদর্শণীতে। এছাড়াও বেলাশেষে দেখে স্বাতীলেখা সেনগুপ্তকে যে চিঠি লিখেছিলেন অমিতাভ বচ্চন, সেই চিঠিও থাকবে ঐ প্রদর্শণীতে। দু’দিনের প্রদর্শনীতে উপস্থিত থাকবে টিম ‘বেলাশুরু’।

(Source: zeenews.com)