কোটার রেজাল্ট সবার সামনে আনার দরকার নেই,গোপনে পাঠিয়ে দিন, নয়া সুপারিশ কমিটির

কোটার রেজাল্ট সবার সামনে আনার দরকার নেই,গোপনে পাঠিয়ে দিন, নয়া সুপারিশ কমিটির

কোটা জেলা প্রশাসন মঙ্গলবার একটা নয়া নির্দেশিকায় জানিয়েছে গত ২৭ অগস্টের নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। দুমাসের জন্য সমস্ত সাপ্তাহিক পরীক্ষার রিপোর্ট স্থগিত রাখার কথা বলা হয়েছিল। সেটার গোপনীয়তা রক্ষার জন্যও বলা হয়েছিল ওই নির্দেশিকায়। তবে এবার বলা হচছে পরীক্ষা নিলেও পড়ুয়ারাদের কী Rank হয়েছে সেটা বলার দরকার নেই।

অগস্ট মাসের সেই নির্দেশের মাধ্যমে মূলত কোটার আত্মহত্যার সংখ্য়া কমানোর চেষ্টা করা হয়েছিল। এখনও পর্যন্ত ২৫ জন পড়ুয়ার আত্মহত্যার খবর মিলেছে কোটা থেকে।

জেলা শাসক ওম প্রকাশ বুঙ্কার নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার ফলাফল বের করার দরকার নেই। সেগুলি পড়ুয়া ও তাদের অভিভাবকদের কাছে পাঠিয়ে দেওয়া যেতে পারে আলাদাভাবে। আর নম্বরের ভিত্তিতে আলাদা করে Ranking এরও দরকার নেই।

এদিকে বুঙ্কার এবার তাঁর নয়া নির্দেশে বলেছেন, এই সাপ্তাহিক পরীক্ষাটা ঐচ্ছিক করা হোক। এটা বাধ্যতামূলক করার দরকার নেই। পড়ুয়াদের জোর করে পরীক্ষা দেওয়ানোর দরকার নেই।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ২১দিনের মধ্য়ে পরীক্ষা নিতে পারেন। যদি নিয়মিত ক্লাস হয় তবে এই নিয়মটা মানতে পারেন। মূলত পড়ুয়াদের মানসিক চাপ কমাতে চাইছে প্রশাসন। সেকারণে পরীক্ষার পরে একদিন করে ডে অফ রাখার ব্যাপারেও বলা হয়েছে।

সেই সঙ্গেই নয়া নির্দেশে বলা হয়েছে, তিনদিনের মধ্যে পরীক্ষার ফলাফল বের করা যেতে পারে। যারা পরীক্ষায় ভালো করতে পারছে না তাদের প্রশ্ন নিয়ে সংশয় থাকলে সেটা বুঝিয়ে বলা যেতে পারে।

অন্যদিকে কোটা ও সিকারে মনিটরিং সেন্টার তৈরির ব্যাপারেও বলা হয়েছে। কোচিং ইনস্টিটিউটে কী পড়ানো হচ্ছে তা দেখার জন্য় একটা পোর্টাল খুলে রাখার ব্যাপারেও বলা হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত ১৫ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি প্রয়োজনীয় বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সেই অনুসারে একাধিক সুপারিশ করা হয়। শিক্ষা সচিব ভবানী সিং ডেথা এই কমিটিতে ছিলেন বলে খবর।

(Feed Source: hindustantimes.com)