BJP: বিজেপিতে কি ফের ভাঙন?‌ চিন্তিত দলীয় নেতৃত্ব

BJP: বিজেপিতে কি ফের ভাঙন?‌ চিন্তিত দলীয় নেতৃত্ব

গত বিধানসভা ভোটের পর থেকে বিজেপিতে ভাঙন অব্যাহত। অনেক বিধায়কই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সম্প্রতি বারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর ছেলে পবনের তৃণমূলে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের একটা বড় অংশ দলীয় নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ। ফলে আগামীদিনে ফের ভাঙন হতে পারে বলে আশঙ্কিত দলীয় নেতৃত্ব। ভাঙন হলে তার প্রভাব আগামী বছর রাজ্যসভা ভোটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

গত বছর বিধানসভা ভোটে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল ৭৭ জন। সেই সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ৭০-এ। এদিন অর্জুন পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে সেই সংখ্যা আরও একজন কমবে। বিজেপি সূত্রে খবর, এখন দলের যা পরিস্থিতি তাতে ১৮ থেকে ২২ জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। সংখ্যা যদি এতটা নেমে আসে, সেক্ষেত্রে বিজেপি থেকে রাজ্যসভায় প্রতিনিধি পাঠানো যাবে কিনা, সে বিষয়ে সন্দেহ। এই রাজ্য থেকে রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে গেলে ৪৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেক্ষেত্রে এভাবে বড় অংশের বিধায়ক চলে গেলে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৫০-এর নীচে নেমে যাবে। ফলে বিজেপি কাউকেই রাজ্যসভায় পাঠাতে পারবে না।

আগামী বছর আগস্টে রাজ্যসভায় ছয় জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। এই ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে তৃণমূলের জেতা নিশ্চিত। আর একটি আসন বিজেপির পাওয়ার কথা। কিন্তু যেভাবে বিজেপিতে একের পর এক ভাঙন শুরু হয়েছে তাতে যথেষ্টই চিন্তিত বিজেপির রাজ্য নেতৃত্ব। এই প্রসঙ্গে সাংসদ সৌগত রায় জানান, ‘‌অনেক বিজেপি নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় সাংসদ, বিধায়ক অনেকেই আছেন।’‌ সূত্রের খবর, বারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে একটি তালিকা দিয়েছিলেন। সেই তালিকায় নাকি অনেকেরই নাম রয়েছে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে আগ্রহী।

(Source: hindustantimes.com)