Kolkata Police: আধুনিক ‘‌আলোর লাঠি’‌ এবার কলকাতা পুলিশের হাতে

Kolkata Police: আধুনিক ‘‌আলোর লাঠি’‌ এবার কলকাতা পুলিশের হাতে

‌শহরকে যানজট মুক্ত কলকাতা পুলিশের হাতে পর্যাপ্ত পরিমাণে আসছে লাইট ব্যাটন। অত্যাধুনিক এই এলইডি ব্যাটন শহরের ছোট মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সেইসঙ্গে নাকা চেকিংয়ের সময়ে শহরে গাড়ি চলাচল নিয়ন্ত্রণেও সাহায্য করবে।

জানা গিয়েছে, কলকাতা পুলিশকে ৫০০টি অত্যাধুনিক আলোর লাঠি সরবরাহ করা হবে। দাম পড়ছে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। প্রতিটি ট্রাফিক গার্ডকে ২০টি করে আলোর লাঠি দেওয়া হবে। পুলিশের এক আধিকারিক জানান, ‘‌এই আধুনিক এলইডি ব্যাটনগুলিতে আগের মতো লাল ও সবুজ আলো থাকছে। সেইসঙ্গে থাকছে সাদা আলো। আলোর নীচের অংশ যাতে সহজে ধরা যায়, সেই ব্যবস্থাও থাকছে। সুইচ এমন একটা জায়গা রাখা হয়েছে যাতে পুলিশ কর্মীরা সহজেই আলো পরিবর্তন করতে পারে।’‌ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ট্রাফিক সিগন্যাল থাকলেও ছোট মোড়গুলিতে থাকে না। এই সব ছোট মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য অত্যাধুনিক এই ব্যবস্থা রাখা হচ্ছে।

এছাড়াও শহরের বুকে অনেক সময় রাতে রাস্তার কাজ হয়। সেই কাজের সময় দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য কর্তব্যরত পুলিশ কর্মীরা লাইট ব্যাটন দিয়ে সতর্ক করতে পারবেন। কয়েক বছর আগেই কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডকে লাইট ব্যাটন দেওয়া হয়েছিল। কিন্তু সেই সব লাইট ব্যাটনের বেশ কিছু খারাপ হয়ে গিয়েছে। তাই এবার আধুনিক আলোর লাঠি ব্যবহার করতে চলেছে কলকাতা পুলিশ।

(Source: hindustantimes.com)