২০২৪ সাল পর্যন্ত দলটা ধরে রাখুক তৃণমূল, চ্যালেঞ্জ ছুড়লেন শমীক ভট্টাচার্য

২০২৪ সাল পর্যন্ত দলটা ধরে রাখুক তৃণমূল, চ্যালেঞ্জ ছুড়লেন শমীক ভট্টাচার্য

বিজেপি থেকে তৃণমূলে যোগদানের জন্য দাঁড়িয়ে আছেন বহু নেতা-মন্ত্রী। তিনি দরজা বন্ধ করে রেখেছেন বলে এখনো বিজেপি দলটা টিকে আছে। সোমবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে একযোগে কটাক্ষ করল বাম ও বিজেপি। তবে দুজনের আক্রমণের প্রেক্ষিত ছিল আলাদা।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এক সময় জোট রাজনীতি চলত। এখন দলবদলের রাজনীতি চলছে। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলটাকে ধরে রাখুক। বিজেপি – তৃণমূল ব্যাপার নয়। রাজনৈতিক বহমানতা চলতে থাকবে।’

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিশ্বের সব থেকে বড় দল থেকে সব থেকে ছোট দলে লোকে আসতে চাইছে কেন, সেটা সব থেকে ভালো জানেন অভিষেকবাবু নিজেই। তৃণমূলে যোগদান করলেই বেআইনি পথে অর্থ উপার্জনের সব রাস্তা খুলে যাবে। এত লুঠ। এটা তৃণমূলের কাছে লজ্জার। বাংলার কাছে লজ্জার’।

এদিনের শ্যামনগরের সভায় জনতার কাছে অভিষেক জানতে চান, ভোটের আগে বিজেপি ক্ষমতায় আসবে ভেবে যারা দল বদলেছিলেন তাঁদের দলে ফেরানো উচিত কি না। জবাবে জনতা সমস্বরে উত্তর দেয় না।

(Source: hindustantimes.com)