সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়ই বলে দেয় রাম আছেন আমাদের অন্তরে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কলকাতার অন্যতম সেরা পুজো (Durga Puja 2023) সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। ৮৮ বছরের পুজোর এবারের থিম, অযোধ্যার রাম মন্দির (Ayodha Ram Mandir)। গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে রাম মন্দিরের আদলে। এদিন সকালে মহানবমীর পুজো হয়। উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। আর সেই ভিড় দেখেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর (Shamik Bhattacharya) মন্তব্য, সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়ই বলে দেয় রাম আছেন আমাদের অন্তরে। এটা তারই প্রতিফলন। আর ভোটের ফলে আমরা পিছিয়ে…