বলিউডের হিট মেশিন তিনি। তাঁর কন্ঠের মাদকতায় বুঁদ গোটা দেশ। বলিউডের ছবির গান অসম্পূর্ণ তাঁকে ছাড়া। কথা হচ্ছে অরিজিৎ সিং-এর। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, শাহিদ কাপুর থেক রণবীর কাপুর কিংবা রণবীর সিং, সবার হয়েই প্লে-ব্যাক করেছেন অরিজিৎ, কিন্তু এক দশকেরও বেশি লম্বা কেরিয়ারে ভাইজানের হয়ে গান করেননি জিয়াগঞ্জের ভূমিপুত্র।
দু-দিন আগেই সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছলেন অরিজিৎ সিং। সেই খবর ছড়িয়ে পড়তেই হইচই কাণ্ড। সকলেরই প্রশ্ন তবে কি সলমন শেষপর্যন্ত অরিজিৎকে ক্ষমা করে দিয়েছেন? দূরত্ব কি ঘুচল দুজনের। সলমন খান আর অরিজিৎ সিং-এর ঝামেলার কথা সর্বজনবিদিত। ২০১৪ সালে এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে অরিজিৎ-এর কথা শুনে মেজাজ হারিয়েছিলেন সলমন।
এই ঘটনার দু-বছর পর প্রকাশ্যে সলমন খানের কাছে ক্ষমা চান অরিজিৎ। ফেসবুক পোস্টে সলমনে উদ্দেশ্যে খোলা চিঠি লিখে মাফ চেয়েছিলেন গায়ক। সলমন-অরিজিতের সম্পর্কে বরফ গলার খবর রটতেই ভাইরাল ৭ বছর পুরোনো সেই চিঠি।
অরিজিৎ-এর খোলা চিঠি
খোলা চিঠিতে অরিজিৎ জানান ফোনে, মেসেজের মাধ্যমে অনেকবার সলমন খানের সঙ্গে যোগাযোগের ব্যর্থ চেষ্টা করেছেন তিনি।। লিখেছিলেন, ‘আপনি যদি ভাবেন আমি আপনাকে অপমান করবার জন্য সেদিন ওই অ্যাওয়ার্ড ফাংশনে ওইরকম করেছি তাহলে সেটা ভুল। আপনাকে অপমান করবার বাসনা নিয়ে আমি কিছু করিনি, তবুও যদি আপনি অপমানিত বোধ করেন তাহলে আমাকে ক্ষমা করে দিন’। ‘তুমি হি হো’ গায়ক অনুরোধের সুরে আরও লেখেন-‘দয়া করে সুলতান ছবি থেকে আমার গান বার করে দেবেন না, আমি মন দিয়ে ওই গানটা গেয়েছি’। যদিও কিছুক্ষণ পর সেই ফেসবুক পোস্ট ডিলিট করে দেন অরিজিৎ সিং।
‘সুলতান’ ছবি মুক্তির আগে অরিজিৎ এই চিঠি লিখেছিলেন। ছবির ফাইনাল এডিট থেকে ছেঁটে ফেলা হয়েছিল অরিজিতের গান, সেই খবর তাঁর কানে পৌঁছাতেই এই চিঠি লেখেন গায়ক। কানাঘুষো শোনা গিয়েছিল সবটাই হয়েছে সলমনের অঙ্গুলি হেলনে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন ভাইজান। জানান, ছবির মিউজিকের ব্যাপারে নাক গলান না তিনি।
২০১৪ সালে পুরস্কার বিতরণীর মঞ্চে কী ঘটেছিল?
২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডের সঞ্চালক ছিলেন সলমন খান ও রীতেশ দেশমুখ। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে দেরি করেন অরিজিত। কারণ দর্শকাসনে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম চোখে মঞ্চে উঠবার পর ভাইজান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে’? জবাবে অরিজিত বলে বসেন, ‘কী করব? আপনারা ঘুম পাড়িয়ে দিলেন?’ সঞ্চালনা নিয়ে এমন বাঁকা জবাব পছন্দ হয়নি সলমনের! পালটা ভাইজান জানান, ‘এইরকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে’। সেই শুরু ঝামেলার।
৯ বছর পর এই ঠাণ্ডা-যুদ্ধ শেষ হল বলে! হয়ত সলমনের নতুন কোনও প্রোজেক্ট গান গাইবেন অরিজিৎ, গায়ক-নায়ক সাক্ষাৎ-এর পর থেকে এমনই জল্পনা। মনোমালিন্য ভুলে হাত মেলাক দুই তারকা, আশা অনুরাগীদের। সেইদিকে নজর থাকবে আমাদেরও।
(Feed Source: hindustantimes.com)