‘আমাকে ক্ষমা করে দিন’, সলমনের কাছে খোলা চিঠি লিখে মাফ চেয়েছিলেন অরিজিৎ, কেন?
বলিউডের হিট মেশিন তিনি। তাঁর কন্ঠের মাদকতায় বুঁদ গোটা দেশ। বলিউডের ছবির গান অসম্পূর্ণ তাঁকে ছাড়া। কথা হচ্ছে অরিজিৎ সিং-এর। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, শাহিদ কাপুর থেক রণবীর কাপুর কিংবা রণবীর সিং, সবার হয়েই প্লে-ব্যাক করেছেন অরিজিৎ, কিন্তু এক দশকেরও বেশি লম্বা কেরিয়ারে ভাইজানের হয়ে গান করেননি জিয়াগঞ্জের ভূমিপুত্র। দু-দিন আগেই সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছলেন অরিজিৎ সিং। সেই খবর ছড়িয়ে পড়তেই হইচই কাণ্ড। সকলেরই প্রশ্ন তবে কি সলমন শেষপর্যন্ত অরিজিৎকে ক্ষমা করে দিয়েছেন? দূরত্ব কি ঘুচল দুজনের।…