ক্রিকেট ছাড়লেও, ভারত-পাক ম্যাচের রোমাঞ্চ এখনও আগের মতোই আকৃষ্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। যে কারণে মহারণের কোনও মুহূর্ত নষ্ট না করার ব্যাপারে এখন থেকেই পরিকল্পনা সেরে ফেলেছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। কীরকম?
১৪ অক্টোবর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আমদাবাদে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Cricket Stadium) সেই ম্যাচকে ঘিরে এখন থেকেই চড়ছে উন্মাদনার পারদ। সেই ম্যাচ দেখতে আমদাবাদ যাবেন সৌরভ।
শুরু হয়ে গিয়েছে দাদাগিরির নতুন সিজন। জোরকদমে শ্যুটিং চলছে। সঙ্গে একাধিক সংস্থার বিজ্ঞাপনের কাজ। বায়োপিক নিয়েও বৈঠক চলছে মাঝে মধ্যে। তুমুল ব্যস্ততার মধ্যেই এবিবি লাইভের সঙ্গে আড্ডা দিলেন সৌরভ। ইডেন ছাড়া বিশ্বকাপের আর কোনও ম্যাচ মাঠে বসে দেখার পরিকল্পনা রয়েছে? এবিপি লাইভের প্রশ্ন শুনে সৌরভ বললেন, ‘হ্যাঁ যাব তো। আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছি।’
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জোরাল ধাক্কা খেয়েছে পাকিস্তান। চোটের জন্য ছিটকে গিয়েছেন নাসিম শাহ। তাঁর পরিবর্তে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন হাসান আলি। তবু পাকিস্তান শিবিরে যে একাধিক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত সৌরভ। বলছেন, ‘বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা দুর্দান্ত ক্রিকেটার। ওদের খেলার দিকে নজর থাকবে।’
সৌরভের আমদাবাদ সফর অন্য এক তাৎপর্যও বহন করবে। আমদাবাদ মানেই অমিত শাহর পুত্র জয় শাহর ক্রিকেট সংস্থা। সৌরভ-জয় সম্পর্ক সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কিছু বলে শোনা যায় না। বরং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে সৌরভ পুননির্বাচিত না হওয়ার পর অনেকেই আঙুল তুলেছিলেন জয়ের দিকে। বলা হয়েছিল, জয়ের অঙ্গুলিহেলনেই সৌরভকে এড়িয়ে প্রেসিডেন্ট পদে দাঁড় করানো হয়েছিল রজার বিনিকে। তারপর থেকে দুজনের খুব মধুর সম্পর্ক বলে শোনা যায় না।
সেই শীতলতা কি কাটবে? আমদাবাদে ১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচের ফাঁকে কি ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন কোনও সমীকরণ তৈরি হবে?
(Feed Source: abplive.com)