এআই আত্মপ্রকাশ ও বিকাশলাভের সঙ্গে সঙ্গে নতুন সফটওয়্যারের রমরমাও বাড়ছে। অনেকের কাছে এআই আশীর্বাদ স্বরূপ হলেও অনেকেই বলবেন, এআই মানুষের সৃজনশীলতাকে নষ্ট করছে। এই সব বিতর্ক পাশে সরিয়ে রেখে বলা যায় যে, মানব জীবনের অগ্রগতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে এআই। বর্তমানে ঘণ্টা খানেকের কাজ চোখের পলকেই করে দিতে পারে এআই। এআই ব্যবহার জানলে শুধু মাত্র কিছু কমান্ড দিয়েই আপনি করে ফেলতে পারেন না জানা কাজও।
মানুষের জীবনে এআইকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য মাইক্রোসফট আনতে চলেছে পেইন্ট কোক্রিয়েটর (Paint Cocreator) নামে একটি নতুন সফটওয়্যার। মাইক্রোসফট পেইন্ট ব্যবহার করে নিজের আর্টওয়ার্ক আঁকা অনেকের কাছেই কঠিন একটি কাজ, কিন্তু পেইন্ট কোক্রিয়েটর ব্যবহার করে ব্যবহারকারী খুব সহজেই এঁকে ফেলতে পারবে নিজের পছন্দের মত ছবি।
বুধবার প্রকাশিত একটি উইন্ডোজ ইনসাইডার ব্লগ পোস্টে, মাইক্রোসফ্ট উইন্ডোজ ১১-এর পেইন্ট অ্যাপের জন্য একটি নতুন এআই চালিত টুল ঘোষণা করেছে মাইক্রোসফ্ট। অন্যান্য এআই ভিত্তিক ইমেজ জেনারেটরের মতোই, পেইন্ট কোক্রিয়েটর ব্যবহারকারীর বর্ণনার উপর ভিত্তি করে ছবি তৈরি করবে। তবে, এক্ষেত্রে ব্যবহারকারী যত দক্ষতার সঙ্গে কমান্ড দেবে, পেইন্ট কোক্রিয়েটর ততই নিখুঁত ছবি জেনারেট করে দেবে। পেইন্ট কোক্রিয়েটর ব্যবহার করে ব্যবহারকারী ৫০টি ছবি বিনামূল্যে প্রস্তুত করতে পারবেন।
পেইন্ট কোক্রিয়েটর সফটওয়্যারটি যাতে কেউ খারাপ কাজে ব্যবহার না করতে পারে সেদিকেও নজর রাখতে চলেছে মাইক্রোসফ্ট। ব্যবহারকারীর কমান্ড আপত্তিকর বা অনুপযুক্ত বলে বিবেচিত হলে সেই সকল ছবি প্রস্তুত করবে না সফটওয়্যারটি, এমনই জানিয়েছেন মাইক্রোসফ্ট-এর কর্মকর্তারা। এখন দেখার এই নতুন সফটওয়্যারটি কতটা কার্যকর এবং সহজ হয় ব্যবহারকারীদের কাছে। তবু বহু চিত্রশিল্পী, ডিজাইনারের মতামত, অতিরিক্ত এআই-এর ব্যবহার ক্রমশ ধ্বংস করবে মানুষের সহজাত ও অভ্যাসগত সৃজনশীলতাকে। আবার অন্য একদলের যুক্তি মানব সভ্যতার বিকাশের ধারায় শিল্প বা সংস্কৃতির ধরন বদলালেও গুণমানের তফাৎ হয় না।
(Feed Source: hindustantimes.com)