উইন্ডোজ ও ম্যাকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ গাইড
কলকাতা: নেটওয়ার্কের সমস্যা খুব সাধারণ ব্যাপার। এর সমাধানের জন্য প্রথমেই কম্পিউটারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে হয়। শুনলে মনে হবে খুব জটিল কাজ বুঝি। কিন্তু আদতে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা খুব সহজ। আইপি অ্যাড্রেস জানাটা জরুরিও। এতে নেটওয়ার্ক ইস্যু তো বটেই অন্যান্য অনেক কাজও সহজ হয়ে যায়। যেমন প্রিন্টার সেটআপ কিংবা নেটওয়ার্ক সেটিংস কনফিগার। মাথায় রাখতে হবে, নেটওয়ার্ক পরিবর্তন করলে আইপি অ্যাড্রেসও বদলে যায়। আইপি অ্যাড্রেস কী: ইন্টারনেট বা স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রত্যেক কম্পিউটারের নির্দিষ্ট নম্বর থাকে।…