সেই সমীক্ষাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে ইঙ্গিত, রাজস্থানে (Rajasthan) হতে পারে পালাবদল। কংগ্রেসের হাতে থাকা রাজ্যটি ‘হাত’-ছাড়া হওয়ার আশঙ্কাই উঠে এল ওপিনিয়ন পোলে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতা সচিন পাইলটের অনুগামীদের মধ্যে বিবাদের জেরে বারবার মরুরাজ্য উঠে এসেছে জাতীয় রাজনীতির আলোচনায়। কংগ্রেসের বিবাদ কাজে লাগিয়েই কি তাঁদের গদিচ্যুত করতে চলেছে গেরুয়া শিবির ? পাশাপাশি বিজেপির হাতে থাকা মধ্যপ্রদেশ বা কংগ্রেসের হাতে থাকা ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তেলেঙ্গানা ও মিজোরামেও কাঁটে কী ঠক্করের ইঙ্গিত ওপিনিয়ন পোলে। সি ভোটারের যে ওপিনিয়ন পোলের মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৫ শতাংশ। কিন্তু জনমত সমীক্ষা হোক কিংবা বুথ ফেরত সমীক্ষা, কোনওটাই শেষ কথা নয়। গণতন্ত্রে শেষ কথা হল মানুষ। ব্য়ালট বক্সে কিংবা ভোটযন্ত্রে কি রায় দেবেন। সেটা একমাত্র তিনিই জানেন। ভোটের ফলাফল কোনদিকে ঘুরবে সেই দিকে নজর রাখার পাশাপাশি অক্টোবরের প্রথম সপ্তাহের ভিত্তিতে বিভিন্ন রাজ্যর জনমত আপাতত কোনদিকে, সেই ইঙ্গিতই তুলে ধরেছে সমীক্ষক সংস্থা সি ভোটার।
রাজস্থান- সি ভোটারের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে চালানো সমীক্ষা অনুযায়ী, ২০০ আসনের রাজস্থান বিধানসভায় (Rajasthan Assembly) বিজেপি পেয়ে যেতে পারে ১২৭ থেকে ১৩৭ টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যেখানে প্রয়োজন ১০১ আসন। গত বিধানসভার ৩৮ শতাংশ থেকে বেড়ে বিজেপির ভোট পৌঁছতে পারে ৪৬ শতাংশে। কংগ্রেসের ভোট নামতে পারে ৪২ শতাংশে। তারা পেতে পারে ৫৯ থেকে ৬৯ টি আসন।
মধ্যপ্রদেশ- হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh Assembly)। ওপিনিয়ন পোলের ইঙ্গিত ২৩০ বিধানসভার মধ্যপ্রদেশ বিধানসভায় ১১৩ থেকে ১২৫ আসন পেতে পারে কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে ১০৪ থেকে ১১৬ টি আসন।
ছত্তিশগড়- কংগ্রেসের হাতে থাকা ছত্তিশগড়ে (Chhattisgarh Assembly) তাদেরই সরকার থাকার ইঙ্গিত থাকলেও সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় ৪৫ থেকে ৫১ আসন পেতে পারে কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে ৩৯ থেকে ৪৫ টি আসন। অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে ২ টি আসন।
তেলেঙ্গানা- দক্ষিণ ভারতের রাজ্যে বিআরএস ও কংগ্রেসের মধ্যে তুল্যমূল্য লড়াইয়ের ইঙ্গিত। কেসিআরের নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (BRS) (পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS)) ৪৩ থেকে ৫৫ আসন পেতে পারে বলেই ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় (Telangana Assembly) ৪৮ থেকে ৬০ আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। আর বিজেপি পেতে পারে ৫ থেকে ১১ টি আসন।
মিজোরাম- ত্রিশঙ্কু হতে চলেছে মিজোরাম বিধানসভা (Mizoram Assembly) ? তেমনই ইঙ্গিত সি ভোটারের ওপিনিয়ন পোলে। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় এমএনএফ পেতে পারে ১৩ থেকে ১৭ আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১০ থেকে ১৪ আসন। পাশাপাশি জেডপিএম পেতে পারে ৯ থেকে ১৩ আসন। আর অন্যান্যদের দখলে যেতে পারে ১ থেকে ৩ টি আসন।
(Feed Source: abplive.com)