রাজস্থানে কংগ্রেসের কুর্সি টলমল,হাড্ডাহাড্ডি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে, কী ইঙ্গিত ওপিনিয়ন পোলে?
নয়াদিল্লি : ব্যাটল রয়্যালের আগে শেষ সম্মুখসমর। বলা ভাল, আগামী বছরের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে সেমিফাইনালে লড়াই। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচন। সোমবারই যার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। কোন দিকে যেতে পারে রাজ্যগুলির ফলাফল ? কংগ্রেস না বিজেপি, শেষ ল্যাপে দৌড়ের আগে এগিয়ে কারা ? দেশের ৫ রাজ্যের মানুষ কোনদিকে ঝুঁকে রয়েছেন ? সেই ইঙ্গিত বুঝতেই অক্টোবরের প্রথম সপ্তাহে রাজ্যগুলির বাসিন্দাদের সঙ্গে কথা বলে সি ভোটার সংস্থা…