পর্দার হিরো বাস্তবেও! ইজরায়েলের সেনার হয়ে যুদ্ধের ময়দানে ‘ফাউদা’র নায়ক লিওর

পর্দার হিরো বাস্তবেও! ইজরায়েলের সেনার হয়ে যুদ্ধের ময়দানে ‘ফাউদা’র নায়ক লিওর

তেল আভিভ: ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-কে নিয়ে বানানো জনপ্রিয় টিভি সিরিজ ‘ফাউদা’ নজর কেড়েছে সকলের। এই ‘ফাউদা’র মূল চরিত্রে ছিলেন লিওর রাজ। মোসাদ এজেন্টদের নিয়ে বানানো এই সিরিজে দেখানো হয়েছে গাজার সমস্যা, সীমান্ত সংঘর্ষ, জঙ্গি হামলার মতো ঘটনা। ইজরায়েল-প্যালেস্টাইন হামলার পরে উত্তপ্ত রয়েছে গাজা। একের পর এক মিসাইল হানা হচ্ছে গাজাতে।

এরই মধ্যে ফের শিরোনামে লিওর রাজ। তিনি এখন ইজরায়েলি শহর সেডেরটে রয়েছেন। এই শহরটি ইজরায়েলের গাজা সীমান্ত সংলগ্ন এলাকা। হামাস জঙ্গিরা এই শহরেও ঘটনার দিন হামলা চালিয়েছে। প্রচুর রকেটও আছড়ে পড়ে এই শহরে। প্রচুর সাধারণ মানুষ আটকে গিয়েছেন। তাঁদের উদ্ধার করতেই সেখানেই গিয়েছেন লিওর। তাঁর সঙ্গে রয়েছেন আরও এক সহ অভিনেতা। ইতিমধ্যে একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে ওই পরিবারগুলিকে সুরক্ষিত ভাবে ওই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসছেন, সেই ভিডিও দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিওর জানিয়েছেন, “আমরা আপনার কাছে আবেদন করছি, দয়া করে এই দিনটিকে মনে রাখবেন। গণহত্যাকে শুরু করেছিল মনে আছে? হামাস এমন একটি সংগঠন যা ধ্বংস করতে চায় এবং কোনও অবস্থাতেই শান্তির কথা বলতে চায় না,”

প্রসঙ্গত, অভিনয়ে জগতে আসার আগে লিওর ইজরায়েলি সেনার সদস্য ছিলেন। ১৯৯০ সালে জেরুজালেমে জঙ্গি হামলা হয়। সেই হামলায় নিজের প্রেমিকাকে হারান লিওর। তারপরেই ইজরায়েলি সেনায় নাম লেখান। সেই জঙ্গিকে পরে গ্রেফতারও করে ইজরায়েল। কিন্তু একটি বন্দি প্রত্যর্পণের জন্য বাধ্য হয়ে সেই জঙ্গিকে ছেড়ে দেয় ইজরায়েল সরকার। সেনার পরে অভিনয় জগতে আসেন লিওর। তাঁর অভিনীত সিরিজ ‘ফাউদা’ দেশ-বিদেশ প্রচুর সুনাম কুড়িয়েছে।

(Feed Source: news18.com)