ইজরায়েলকে সমর্থন মোদির, ‘জমি ছাড়ো’ হুঁশিয়ারি দিয়েছিলেন বাজপেয়ী, ভাইরাল সেই ভিডিও

ইজরায়েলকে সমর্থন মোদির, ‘জমি ছাড়ো’ হুঁশিয়ারি দিয়েছিলেন বাজপেয়ী, ভাইরাল সেই ভিডিও
নয়াদিল্লি: ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে এই প্রথম ভিন্ন অবস্থান ভারতের। এযাবৎ নিরপেক্ষ এবং প্যালেস্তাইনদরদি অবস্থান নিলেও, এই প্রথম সরাসরি ইজরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ভারত। ভারত ইজরায়েলকে সমর্থন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই আবহেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত অটলবিহারি বাজপেয়ীর- (Atal Bihari Vajpayee) পুরনো একটি ভাষণ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে প্যালেস্তাইন থেকে ‘আক্রমণকারীদের’ সরে যেতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। (Israel-Palestine War)

শনিবার ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সরাসরি ভাবে ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মোদি। ফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে কথাও হয়েছে তাঁর। সেই আবহেই বাজপেয়ীর ওই ভাষণ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুরনো ওই ভিডিওটিতে বাজপেয়ীকে বলতে শোনা যায়, “আক্রমণকারী, আক্রমণের ফল উপভোগ করুক, এটা কখনওই মেনে নেওয়া যায় না। আমাদের জন্য যা নিয়ম, বাকিদের জন্যও সেই নিয়মই কার্যকর হবে। আরবের জমি খালি করতে হবে। প্যালেস্তিনীয়দের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ইজরায়েলের অস্তিত্ব তো আমেরিকা, সোভিয়েত রাশিয়াও স্বীকার করে নিয়েছে, আমরাও করে নিয়েছি।”

মোদি এবং বাজপেয়ী, দু’জনের রাজনৈতিক পরিচয়ই সঙ্ঘ এবং বিজেপি-র সঙ্গে জড়িয়ে। কিন্তু ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে দু’জনের অবস্থান বর্তমানে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ওই ভিডিও-য় বাজপেয়ীকে স্পষ্ট বলতে শোনা যায়, “যেহেতু বিজেপি-র সরকার এখন, তাই আরবের পরিবর্তে ইজরায়েলের পক্ষে সমর্থন থাকবে বলে দাবি উঠছে।  শ্রদ্ধেয় মোরাজি দেসাই অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, আমিও এই দ্বিধা-দ্বন্দ্ব ঘোচাতে চাই। প্রত্যেকটি প্রশ্নের নেপথ্যে থাকা যুক্তি-অযুক্তি বিচার করে দেখা উচিত। পশ্চিম এশিয়ার ক্ষেত্রে একটি জিনিস স্পষ্ট, যে আরবভূমি ইজরায়েল দখল করে রেখেছে, তা খালি করে দিতে হবে। আক্রমণকারী সুফল ভোগ করবে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। সকলের ক্ষেত্রে নিয়মন এক হওয়া উচিত।”

বাজপেয়ীর ওই ভিডিওটির বয়স নয় নয় করেও ৪৬ বছর আগের। ১৯৭৭ সালে দিল্লির একটি সভায় ওই মন্তব্য করেন বাজপেয়ী। সেখান থেকেই ইজরায়েলকে প্যালেস্তিনীয়দের জমি খালি করে দিতে হবে বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, আক্রমণকারীদের সঙ্গে ভারত কোনও সম্পর্কস্থাপনে আগ্রহী নয় বলেও মন্তব্য করেছিলেন।

(Feed Source: abplive.com)