ভারতের জন্যই হয়তো বাবরের সেরা ইনিংসটা তোলা রয়েছে, হুঁশিয়ারি আমিরের

ভারতের জন্যই হয়তো বাবরের সেরা ইনিংসটা তোলা রয়েছে, হুঁশিয়ারি আমিরের
সন্দীপ সরকার, কলকাতা: ভারতের গর্বের মিনারে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তিনিই।

আইসিসি (ICC) টুর্নামেন্টে পাকিস্তানের কাছে অপরাজিত ভারত (Ind vs Pak), এই তকমাটা ঘুচে গিয়েছিল ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আর সেই ম্যাচে বল হাতে ভারতীয় ইনিংসকে ধসিয়ে দিয়েছিলেন মহম্মদ আমির (Mohammad Amir)।

শনিবার ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) মহারণ। আমদাবাদে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কারা এগিয়ে? দুই দলই নিজেদের প্রথম দুটি করে ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে, কোন দলের মনোবল তুঙ্গে থাকবে? বাবর আজমের ব্যাটে রান নেই, ভারতের বিরুদ্ধে কি ছন্দে ফিরবেন? বিরাট কোহলি না বাবর, ম্যাচের মোড় ঘোরাবেন কে? একাধিক প্রশ্নের ডালি সাজিয়ে বহু চেষ্টার পর তাঁকে যখন ফোনে ধরা গেল, বিমান ধরার তাড়ায় ছিলেন। তবু এবিপি লাইভের সব প্রশ্নেই খোলামেলা জবাব দিলেন মহম্মদ আমির।

‘বাবর বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে রান পাইনি ঠিকই, কিন্তু ও বড় ব্যাটার। বড় মঞ্চে ঠিক জ্বলে উঠবে। চাপের মুখে পারফর্ম করতে পারে। ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্যই হয়তো সেরাটা তুলে রেখেছে,’ হোয়াটসঅ্যাপ কলে বলছিলেন পাক পেসার। শুরুতেই কি ভারতের জন্য একটু হুঁশিয়ারির সুর?

ভারত ও পাকিস্তান, দুই দলই পরপর দুটি করে ম্যাচ জিতেছে। ভারত হারিয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে। পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। মহারণে মানসিকভাবে কারা এগিয়ে থাকবে? আমির বলছেন, ‘দুই দলই ছন্দে রয়েছে। ফলে ভাল একটা ম্যাচ হবে। চাপের মুখে যারা মাথা ঠান্ডা রাখতে পারবে, শেষ হাসি তোলা থাকবে তাদের জন্যই।’

এশিয়া কাপে পাকিস্তানকে রেকর্ড রানে হারিয়েছিল ভারত। সেই হারের ধাক্কা কি পাক শিবিরকে চাপে রাখবে? আমির মানছেন না। বলছেন, ‘বিশ্বকাপ সম্পূর্ণ অন্য টুর্নামেন্ট। অতীত মাথায় রেখে কেউ মাঠে নামবে না। ভারত-পাক ম্যাচ সম্পূর্ণ অন্য খেলা। স্নায়ুর চাপের লড়াই। এই ম্যাচে কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে থাকে না। এই ম্যাচও পঞ্চাশ-পঞ্চাশ।’

একটা সময় কোহলির সঙ্গে তাঁর দ্বৈরথ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আকর্ষণ ছিল। শনিবার কি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন কোহলি? আমিরের গলায় এবার সম্ভ্রম। বলছেন, ‘কোহলি দারুণ ক্রিকেটার। নিজের দিনে বিশ্বের যে কোনও বোলিংকে চাপে ফেলে দেবে। সবচেয়ে বড় কথা, চাপের মুখে পারফর্ম করতে পারে। ওর রেকর্ডই ওর হয়ে কথা বলবে।’

বরাবরের মতো ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিংয়ের লড়াই? আমির ভিন্নমত পোষণ করলেন। ফোন রাখার আগে বললেন, ‘এখন আর সে যুগ নেই। ভারতের হাতে দারুণ সব পেসার রয়েছে। আবার পাকিস্তানের হাতে বাবর, রিজ়ওয়ানের মতো ব্যাটার রয়েছে। উপভোগ্য ম্যাচ হবে।’

(Feed Source: abplive.com)