বৃহস্পতিবার এই নিয়ে X হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের তরফে। লেখা হয়েছে, ‘৬ অক্টোবর BSNL-র সাহায্যে সিয়াচেনের যোদ্ধারা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের ফরওয়ার্ড পোস্টে BTS তৈরি করেছেন। এর ফলে ১৫,৫০০ হাজার ফুটের বেশি উচ্চতায় কর্মরত সৈনিকরা মোবাইল ফোন পরিষেবা পাবেন।’
#IndianArmy#Siachen Warriors in collaboration with BSNL established first ever BSNL BTS at forward posts of the highest battlefield on 06 October to extend mobile communication for the soldiers deployed at more than 15,500 feet#SiachenWarriors@NorthernComd_IA@lg_ladakh… pic.twitter.com/54D8HrXWQe
— @firefurycorps_IA (@firefurycorps) October 12, 2023
কী এই রেডিও ট্রান্সসিভার? মোবাইল ফোনকে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে এই রেডিও ট্রান্সসিভার। সেই কারণেই সিয়াচেনে BTS তৈরি করা হয়েছে। এই স্টেশনের মাধ্যমে রেডিও সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হবে। যা মুঠোফোনে কথা বলতে ও ইন্টারনেট ব্যবহার করতে সাহায্য করবে। এতদিন সেখানে কোনও ইন্টারনেট
কাজেই এখন থেকে হিমাঙ্কের ৪০ ডিগ্রি নীচের তাপমাত্রাতেও মোবাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে (Highest Battlefield on Earth) কর্মরত জওয়ানরা। পরিবার পরিজন তো বটেই সঙ্গে এই পরিষেবায় কাজেরও সুবিধে বাড়বে বলে আশাবাদী তাঁরা। বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কাজে আসবে এই পরিষেবা।
(Feed Source: abplive.com)