বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রেও এবার বাজবে মোবাইল ফোন, অসাধ্য়সাধন সিয়াচেনে
সিয়াচেন: এবার ১৫,৫০০ ফুট ওপরে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে সিয়াচেন হিমবাহও এল মুঠোফোনের আওতায়। বিএসএনএলের সঙ্গে যৌথ উদ্যোগে সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে ১৫ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহে প্রথম মোবাইল টাওয়ার ও বেস ট্রান্সসিভার স্টেশন (BTS) স্থাপন করল ফৌজ। চলতি বছরের ৬ অক্টোবর সিয়াচেনে মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছে। এই কাজে তাঁদের সাহায্য করেছে BSNL। বৃহস্পতিবার এই নিয়ে X হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের তরফে। লেখা হয়েছে, ‘৬ অক্টোবর BSNL-র সাহায্যে সিয়াচেনের যোদ্ধারা বিশ্বের…