বেঙ্গালুরু: গাড়ি বুকিং করেও বাতিল করে দিয়েছিলেন৷ আর সেই রাগেই এক মহিলা যাত্রীকে অশ্লীল, ছবি ভিডিও পাঠানোর অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক ক্যাব চালকের বিরুদ্ধে৷ অভিযুক্ত ওই ক্যাব চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবর অনুযায়ী, গত সোমবার এই ঘটনা ঘটে৷ ওই দিন নিজের এবং নিজের এক বছর বয়সি সন্তানের জন্য বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক সিটি থেকে একটি ক্যাব বুক করেন ওই মহিলা৷ কিন্তু দশ মিনিট অপেক্ষা করার পরেও চালক গাড়ি নিয়ে না পৌঁছনোয় বুকিং বাতিল করে একটি অটোরিক্সা বুক করেন ওই মহিলা৷
বুকিং বাতিল হওয়ার পরই রেগে যান ওই ক্যাব চালক৷ অভিযোগ, ওই মহিলা যাত্রীর ফোনের হোয়াটসঅ্যাপে একের পর এক অশ্লীল মেসেজ এবং ভিডিও পাঠাতে শুরু করে ওই ক্যাব চালক৷ এর পর ওই মহিলাকে ফোন করে হোয়াটসঅ্যাপ চেক করার জন্যও বলেন ওই ক্যাব চালক৷
এর পরেই ওই ক্যাব চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান ওই মহিলা৷ অভিযুক্ত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বেঙ্গালুরু পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ওই চালক এই মুহূর্তে তামিলনাড়ুতে রয়েছে৷ তার খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ৷
এই প্রথম নয়, গত জুলাই মাসেও বেঙ্গালুরুর এক তরুণী অভিযোগ করেছিলেন একটি অ্যাপ বাইকের চালকের বিরুদ্ধে রাইডের সময় হস্তমৈথুনের অভিযোগ এনেছিলেন৷ অভিযুক্ত বাইক চালক তাঁকে অশ্লীল মেসেজ পাঠিেয়ছিল বলেও অভিযোগ করেন ওই তরুণী৷