ছবিশিকারি ভেবে মুখ ঘুরিয়েছিলেন অনুষ্কা, পরে দেখলেন ক্যামেরায় অরিজিৎ স্বয়ং!

ছবিশিকারি ভেবে মুখ ঘুরিয়েছিলেন অনুষ্কা, পরে দেখলেন ক্যামেরায় অরিজিৎ স্বয়ং!

কলকাতা: তিনি সচরাচর ছবিশিকারিদের থেকে দূরেই থাকেন। বিশেষ করে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সময় তো তিনি সবসময়েই ক্যামেরা দেখলেই মুখ ঘোরান। এই দিনটাও তার ব্যতিক্রম ছিল না। শনিবার ভারত-পাক দ্বৈরথ (IND vs PAK) দেখতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সাদা পোশাকে গ্যালারিতে বসেছিলেন তিনি। ছবি তোলা হচ্ছে দেখেই প্রথমটা মুখ ফিরিয়ে নিয়েছিলেন ছবিশিকারি ভেবেই। কিন্তু একঝলক ভাল করে দেখতেই চমক! ছবিশিকারি যে স্বয়ং অরিজিৎ সিংহ (Arijit Singh)।

শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে তোলার জন্য এক মঞ্চে হাজির করা হয়েছিল ভারতীয় সঙ্গীত জগতের নতুন আইকন অরিজিৎ সিংহ (Arijit Singh), অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনীধি চৌহান, সুখবিন্দর সিংহ, শঙ্কর মহাদেবনদের। ভারত-পাক ম্যাচের আগে দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করেছেন তাঁরা। সেই পারফরম্যান্স গ্যালারিতে বসে দেখেছিলেন অনুষ্কাও। তবে যাঁর গানে একটু আগেই ভেসেছে গোটা স্টেডিয়াম, তিনি যে পাশের ভিআইপি বক্স থেকে অনুষ্কার ছবি তুলতে চাইবেন তা বোধহয় ভাবেননি নায়িকা নিজেও।

সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভিআইপি বক্সে বসে ম্যাচ দেখছেন অনুষ্কা। আর পাশের বক্স থেকে, তাঁর দিকে ক্যামেরা তাক করে তাঁকে ছবি তোলার জন্য ডাকছেন অরিজিৎ সিংহ। প্রথমটা অনুষ্কা মুখ ঘোরালেও প্রায় সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, ছবিশিকারি স্বয়ং অরিজিৎ। সঙ্গে সঙ্গে হেসে পোজ দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিষ্টি এই ভিডিও।

বিশ্বকাপের আয়োজক সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র তরফেও বলা হয়নি কোনও কারণ। কিন্তু সূত্রের খবর, যেহেতু আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড মিলে ঠিক করেছিল যে, এবারের বিশ্বকাপের কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হবে না, তাই একটি বিশেষ ম্য়াচকে ঘিরে কোনও অনুষ্ঠান সম্প্রচার করা থেকে পিছিয়ে আসা হয়। বিশ্বকাপে কোনও একটি ম্যাচকে ঘিরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচার চললে বিতর্ক বাঁধতে পারে বলেও মনে করেছেন অনেকে। এদিনের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুরমুশ করে বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত।

(Feed Source: abplive.com)