খোয়া গেল সোনার ফোন! ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে বিপাকে ঊর্বশী, X-এ হাহাকার নায়িকার

খোয়া গেল সোনার ফোন! ভারত-পাক ম্যাচ দেখতে গিয়ে বিপাকে ঊর্বশী, X-এ হাহাকার নায়িকার

গুজরাত: ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়ে বিপাকে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ২৪ ক্যারাটের সোনার আইফোন খোয়া গেল স্টেডিয়াম থেকেই। পুলিশে অভিযোগ দায়ের করেই সোশ্যাল মিডিয়ায় হারানোর খবর দিলেন বলি তারকা। ফোনের জন্য হাহাকার প্রকাশ পেল তাঁর পোস্টে।

শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ খেলা হয়। আহমেদাবাদের সেই স্টেডিয়ামেই এই কাণ্ড ঘটেছে বলে দাবি করলেন ঊর্বশী।

রবিবার, উর্বশী তাঁর এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) হ্যান্ডেলে একটি এফআইআর রিপোর্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন!’

(Feed Source: news18.com)